অতিরিক্ত ভাড়া আদায় করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে : পুলিশ প্রধান

ঈদ যাত্রার তৃতীয় দিনে সড়কে ঘরমুখো মানুষের চাপ বৃদ্ধি পেলেও কোথাও যানজট নেই বলে।

যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) দুপুরে আশুলিয়ায় নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল ত্রিমোড় এলাকায় সড়ক পরিদর্শনে এসে সাংবাদিকদের এসব কথা বলেন পুলিশ প্রধান।

এসময় আইজিপি আরও বলেন, ঈদের ছুটিতে সার্বিক নিরাপত্তা নিশ্চিতে পুলিশের অতিরিক্ত পেট্রোল টিম কাজ করবে। একই সাখে সাভারের শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদারে বাড়তি নজরদারিতে থাকবে।

অন্যদিকে গত কয়েকদিনে বেশ কিছু পোশাক কারখানা ছুটি হলেও আজ সকাল থেকে সকল পোশাক কারখানা ছুটি ঘোষনা করা হয়েছে। যার ফলে মানুষ সকাল থেকেই প্রিয় জনের সাথে ঈদ করতে গ্রামের বাড়িতে ছুটছেন। এতে করে গুরুত্বপূর্ণ মহাসড়কে যাত্রীদের চাপ বেড়ে যাওয়ায় বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে তীব্র যানজট দেখা গেছে।

যাত্রীদের কাছ থেকে বেশী ভাড়া আদায় না করা ও বিশৃঙ্খলা এড়াতে মহাসড়কে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে দেখা গেছে নির্বাহী ম্যাজিষ্ট্রেটদের। এছাড়া যানজট এড়াতে মহাসড়কে কাজ করছে ট্রাফিক পুলিশ ও জেলা পুলিশ সদস্যরা।