অবৈধভাবে মোহাজের সম্পত্তি দখলের সুযোগ নেই : দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক
রংপুরের পীরগঞ্জে মোহাজের পরিবার পুনর্বাসনের লক্ষ্যে ক্রয়কৃত/অধিগ্রহণকৃত সম্পত্তির হালনাগাদ তথ্য সংক্রান্ত ‘প্রাতিষ্ঠানিক গণশুনানী’ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ আগস্ট) বিকালে উপজেলার চৈত্রকোল ইউনিয়নের অনন্তরামপুর বালিকা উচ্চ বিদ্যালয় (কলোনী) মাঠে বৃষ্টি বিঘ্নিত এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক আতিকুল হক। তিনি তার বক্তব্যে বলেন, অবৈধভাবে মোহাজের সম্পত্তি ভোগদখলের কোনই সুযোগ নেই। আমরা আলোচনা সাপেক্ষে মোহাজের পরিবারগুলোকে পুনর্বাসনের চেষ্টা করবো। তিনি আরো বলেন, মোহাজের সম্পত্তি হস্তান্তরযোগ্য নয়। তাই উক্ত জমি নিয়ে সৃষ্ট জটিলতা নিরসন হওয়া দরকার।
এছাড়া উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উপপরিচালক মাহবুবার রহমান, পীরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নুর মোহাম্মদ মন্ডল, পৌর মেয়র ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক তাজিমুল ইসলাম শামীম, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রট, রংপুর রায়হান কবির, জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা আকতারুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিরোদা রাণী রায়, সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দীন ভুঞা জনী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক নুরুল আমিন রাজা, উপদেষ্টা- ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান সবুজ, রবিউল ইসলাম, আতাউর রহমান মন্ডল, রবিউল ইসলাম রবি প্রমূখ।
উল্লেখ্য, চৈত্রকোল ইউনিয়নে মোট ৫টি মৌজায় ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায় ৮শ’ ১০ একর ৩৭ শতাংশ জমি রয়েছে। ইতি মধ্যে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের হস্তক্ষেপে প্রায় ৫শ’ একর জমি দখল মুক্ত করা হয়েছে। এছাড়া ওই ইউনিয়নে খাস সম্পত্তি রয়েছে (পার্ট-১) ১’শ ৭২ একর, (পার্ট-২) প্রায় ২১ একর জমি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন