অসহায় সাজেদাকে আর্থিক সহায়তা ও শীতবস্ত্র প্রদান করলেন প্রতিমন্ত্রী পলক

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক রাজধানীর কারওয়ান বাজারের ফুটপাতে ভাসমান সাজেদা বেগমকে আর্থিক সহায়তা ও শীতবস্ত্র প্রদান করেছেন।

একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত প্রতিবেদন দেখে তিনি তাকে খুঁজে বের করেন এবং তার বিস্তারিত খোঁজ খবর নিয়ে নগদ ২০ হাজার টাকা ও শীতবস্ত্র প্রদান করেন।

প্রতিমন্ত্রী নিজের গাড়িতে করে সাজেদাকে গ্রামে পাঠানোর ব্যবস্থা করেন। সাজেদার জমির সমস্যা মিটিয়ে ঘর তৈরি ও পারিবারিকভাবে স্বাবলম্বী করে দিতে তিনলাখ টাকা প্রদান ও তার সন্তানদের জন্য সার্বিক সহায়তা প্রদান করবেন বলে জানান প্রতিমন্ত্রী। সাজেদার বাড়ি প্রতিমন্ত্রীর নির্বাচনি এলাকা নাটোরের সিংড়া উপজেলার ১নং সুকাশ ইউনিয়নের হাসপুকুরিয়া গ্রামে।

এছাড়া তিনি কারওয়ান বাজারের ফুটপাতে অবস্থানরত প্রায় দুই শতাধিক অসহায় ছিন্নমূল মানুষকে কম্বল বিতরণ করেন এবং তাদেরকে নিজের ফোন নম্বরসহ সরাসরি যোগাযোগের কার্ড বিতরণ করেন।

এসময় প্রতিমন্ত্রী বলেন, সিংড়া উপজেলায় গৃহহীনদের জন্য ১ হাজার ৩৯০টি ঘর তৈরি করে দেয়া হয়েছে এবং আরও ৩৮৫ জনকে ঘর করে দেয়া হচ্ছে।