অস্ট্রেলিয়া শিবিরে মোস্তাফিজের প্রথম আঘাত
ঢাকা টেস্টে উইকেট শূন্য থাকলেও, চট্টগ্রামে টেস্টে অস্ট্রেলিয়া শিবিরে প্রথম আঘাত করলেন মোস্তাফিজই। নিজের প্রথম ওভার করতে এসে তৃতীয় বলেই তুলে নেন অসি ওপেনার রেনশো’র উইকেট। আর লাঞ্চ বিরতি আগ পর্যন্ত অস্ট্রেলিয়ার সংগ্রহ ১ উইকেটে ১৫ রান।
ইনিংসের দ্বিতীয় ওভারের তৃতীয় বলটি অসি ওপেনার রেনশো হালকা করে কব্জির মোচড়ে কিপারের পাশ দিয়ে বের করে দিতে চান। কিন্তু টাইগার দলপতি অত্যন্ত খীপ্রতার সঙ্গে ডান দিকে ঝাঁপিয়ে পড়ে বলটি তালুবন্দী করেন।
এদিকে প্রথম ইনিংসে আগে ব্যাট করে সাব্বির আর মুশফিকের হাফ সেঞ্চুরির উপর ভর করে ৩০৫ রানে অল আউট হয় বাংলাদেশ। সাব্বির ১৩৬ বল খেলে করেছেন ৬৬ রান ও মুশফিকুর রহিম ২৫২ বলে খেলে করেছেন ৬৮ রান। হাফ সেঞ্চুরি না পেলেও দলের পুজিতে অবদান রেখেছেন সৌম্য, মমিনুল ও নাসির। তারা যথা ক্রমে করেছেন ৩৩, ৩১ ও ৪৫ রান।
অসিদের হয়ে একাই ৭টি উইকেট নিয়েছেন নাথান লিওন। অপর স্পিনার অ্যাস্টন অ্যাগার নিয়েছেন ২ উইকেট। আর মিরাজ রান আউট হয়েছেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন