আইএল টি-টোয়েন্টি মাতাতে যাচ্ছেন হাসারাঙ্গা

আইএল টি-টোয়েন্টি লিগে ডেজার্ট ভাইপার্স তাদের দ্বিতীয় ম্যাচের আগে দারুণ উজ্জীবিত হলো। টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের এক নম্বর বোলার ওয়ানিন্দু হাসারাঙ্গা যোগ দিয়েছেন দলে।

সোমবার দুবাইতে পা রাখেন শ্রীলঙ্কান লেগ স্পিনিং অলরাউন্ডার। একদিন বিশ্রাম নিয়ে মঙ্গলবার আইসিসি অ্যাকাডেমিতে দলের ট্রেনিং সেশনে হাজির হন তিনি। সেন্টারে বল করেন স্যাম বিলিংসের বিপক্ষে।

আমিরাতি লিগে প্রথম ম্যাচ খেলতে যাওয়ার রোমাঞ্চ কাজ করছে হাসারাঙ্গার মনে, ‘আমি প্রথম ম্যাচ খেলতে পারিনি। কিন্তু ছেলেরা সত্যিই ভালো খেলেছিল। দলের সঙ্গে পরের ম্যাচে খেলতে উন্মুখ হয়ে আছি।’

২০২১ সালে আমিরাতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের শীর্ষ বোলার ছিলেন হাসারাঙ্গা। কন্ডিশন চেনাজানা। তাই আত্মবিশ্বাসী লঙ্কান অলরাউন্ডার, ‘হ্যাঁ, আমি এখানে টি-টোয়েন্টি বিশ্বকাপের শীর্ষ বোলার ছিলাম। এখানে এশিয়া কাপেও ভালো করেছিলাম গত বছর, তাই জানি এই কন্ডিশনে কীভাবে বল ও ব্যাট করতে হয়। এটা আমার দলের জন্য সেরাটা দিতে সহায়তা করবে।’

কোনো ধরনের চাপ নিচ্ছেন না হাসারাঙ্গা, ‘আমি প্রতিটা পরিস্থিতিতে খেলতে ভালোবাসি এবং বিশেষ করে এক নম্বর টি-টোয়েন্টি বোলার হিসেবে। আমি চাপের মধ্যে খেলতে ও পারফর্ম করতে ভালোবাসি এবং যখন আমি খেলি, তখন দলের জন্য সেরাটা করতে চেষ্টা করি।’

বুধবার আবুধাবি নাইট রাইডার্সের মুখোমুখি হচ্ছে ডেজার্ট ভাইপার্স। শারজা ওয়ারিয়র্সের বিপক্ষে জিতে টুর্নামেন্ট শুরু করেছে তারা।