আইন মেনেই ভাঙা হয়েছে মওদুদের বাড়ি : রাজউক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের বাড়িটি আইন মেনেই ভাঙা হয়েছে বলে জানিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। বাড়ি ভাঙার নেতৃত্বদানকারী রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়ালিউর রহমান রবিবার (২৫ জুন) বিকাল সোয়া ৩টায় সাংবাদিকদের এ কথা বলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়ালিউর বলেন, ‘আইন অনুযায়ী বাড়িটির অনুমোদিত নকশা নেই। তাছাড়া বাড়িটি অনেক পুরনো। এটি ভাঙতে আইনের কোনও ব্যত্যয় ঘটেনি। আইন মেনেই বাড়িটি ভাঙা হয়েছে।’ তিনি আরও বলেন, ‘আমরা আদালতের আদেশের পর বাড়িটির দখল নিয়েছি। এখন ভেঙে ফেলছি। ভাঙার কাজ প্রায় সম্পন্ন হয়েছে।’

যদিও বাড়ি ভেঙে ফেলার ঘটনাকে বেআইনি বলে উল্লেখ করেছেন ব্যারিস্টার মওদুদ আহমদ। রবিবার গুলশান-২-এর ৫১ নম্বর সড়কের ২ নম্বর বাড়ির ছয়তলা ভবনে নিজস্ব ফ্ল্যাটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। তার ভাষ্য, ‘এ বাড়ি ভাঙতে আদালতের কোনও নির্দেশনা নেই। আইনের বিধান আছে, যদি কোনও স্থান কারও দখলে থাকে তাহলে তাকে ৩০ দিনের নোটিশ দিতে হয়। কিন্তু তারা আমাকে কোনও নোটিশ দেননি। গুলশানের বাড়িটি ভেঙে রাজউক আদালতকে অপমান করেছে। তারা কোন আইনের বলে আমার গুলশানের বাড়িটি ভাঙা শুরু করেছে? যদি তাদের কাছে এ বিষয়ে আদালতের কোনও কপি (নির্দেশনা) থাকে তাহলে সেটা তারা দেখাক। কারণ বাড়িটির বিষয়ে দুটি মামলা বিচারাধীন।

মওদুদ আরও বলেন, ‘নাগরিক হিসেবে সংবিধানে আমার যে অধিকার আছে তা ক্ষুণ্ন করা হয়েছে। বাড়িটি ফিরে পেতে আমি আদালতে একটি রিট করেছি। তা শুনানির অপেক্ষায় আছে। দুটি মামলা বিচারাধীন থাকা অবস্থায় রাজউক গর্হিত কাজ করেছে। এটা আইনের পরিপন্থী।’

বাড়িটি থেকে ৪৪ প্রকারের মালামাল পাওয়া না যাওয়ার অভিযোগ তুলে মওদুদ ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এসব তো রাষ্ট্রের সম্পদ না। এর মধ্যে আমার সংগ্রহে এক হাজার বছরের পুরনো একটি বাটি ছিল। একটি লাইব্রেরিও ছিল। দীর্ঘ ৫০-৬০ বছর ধরে বইগুলো সংগ্রহ করেছি। আমার ওপর সরকারের এই আক্রোশের অন্যতম কারণ রাজনৈতিক প্রতিহিংসা। কারণ আমি বিরোধী দলের রাজনীতি করি।’

রবিবার সকাল ৮টায় ওই বাড়িতে অবস্থান নেন রাজউকের লোকজন ও আইনশৃঙ্খলা বাহিনী। এর এক ঘণ্টা পর থেকে এটি ভাঙা শুরু করে রাজউক। এ সময় চারটি বুলডোজার ব্যবহার করে রাজউক। বাড়ি ভাঙার কার্যক্রম চলাকালে গুলশান-২ নম্বর সড়কে যানচলাচল নিয়ন্ত্রণ করা হয়।

প্রসঙ্গত: আইনি লড়াইয়ে হেরে গত ৭ জুন গুলশান-২ নম্বরের ১৫৯ নম্বর বাড়িটি ছাড়তে হয় মওদুদ আহমদকে। ওইদিনই এটি বুঝে নিয়েছে রাজউকের সম্পত্তি শাখা। এ বাড়ি দীর্ঘদিন তার দখলে ছিল। বর্তমানে মওদুদ আহমেদ গুলশান-২-এর ৫১ নম্বর সড়কের ২ নম্বর বাড়ির ছয়তলা ভবনে নিজস্ব ফ্ল্যাটে থাকছেন।