আওয়ামী লীগ পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চায় : গয়েশ্বর চন্দ্র রায়

বর্তমান সরকারের অধীনে আর কোনো নির্বাচন হতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
তিনি বলেছেন, আর কোনো দলীয় সরকারের অধীনে নির্বাচনে যাবে না বিএনপি।

শনিবার (১১ ফেব্রুয়ারি) সকালে ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় নিজ ইউনিয়নে বিএনপির ‘ইউনিয়ন পদযাত্রা’য় অংশ নিয়ে এ কথা বলেন গয়েশ্বর চন্দ্র রায়।

তিনি বলেন, আওয়ামী লীগ পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চায়। অনুরোধের পরও ইউনিয়ন পর্যায়ে কর্মসূচি থেকে তারা সরে আসেনি। তারা কর্মসূচি করতে পারে, তবে হামলা না করলেই হয়।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বছরব্যাপী সাংগঠনিক কর্মসূচির অংশ হিসেবে শনিবার সারা দেশে ইউনিয়ন পর্যায়ে ‘শান্তি সমাবেশ’ করছে আওয়ামী লীগ।
অন্যদিকে এদিন সারা দেশে ইউনিয়ন পর্যায়ে ‘পদযাত্রা’ করছে বিএনপি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দলের সবস্তরের নেতাকর্মী, সমর্থক ও দেশবাসীকে শান্তি সমাবেশে অংশ নেয়ার আহ্বান জানিয়েছেন।

আর বিএনপির ভাইস চেয়ারম্যান, উপদেষ্টা কাউন্সিল সদস্য, যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক, সম্পাদকমণ্ডলীর সদস্য, নির্বাহী কমিটির সদস্য ও অঙ্গ সংগঠনের কেন্দ্রীয় নেতা ও সাবেক এমপিরা প্রত্যেকেই নিজ নিজ এলাকা থেকে পদযাত্রায় অংশ নিচ্ছেন।