আগামীকাল থেকে বেরোবিতে শীতকালীন অবকাশ শুরু
এইচ. এম নুর আলম, বেরোবি প্রতিনিধি : রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে শীতকালীন অবকাশ। একই সাথে মুসলিমদের ধর্মীয় উৎসব ফাতেহা-ই-ইয়াজদাহম এবং খ্রীষ্টানদের ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে ক্যাম্পাস ১২ দিন ছুটি থাকবে।
বিশ্ববিদ্যালয়ের ২০১৭ সালের ডায়েরি ও জনসংযোগ বিভাগ অনুযায়ী,আগামীকাল (২০ ডিসেম্বর) থেকে ৩১ ডিসেম্বর একাডেমিক ক্লাস-পরীক্ষা এবং বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত প্রশাসনিক সকল কার্যক্রম (৭ দিন) বন্ধ থাকবে বলে জানা গেছে।
এ সময় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া, লাইব্রেরি, মেডিকেল সেন্টার এবং পরিবহন ব্যবস্থা বন্ধ থাকবে। তবে শিক্ষার্থীদের আবাসিক তিনটি হল খোলা থাকবে।
নির্ধারিত ছুটি শেষে ২৮ ডিসেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম এবং ১ জানুয়ারি থেকে একাডেমিক সকল কার্যক্রম চালু হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন