আগুন এয়ার ইন্ডিয়ার বিমানে, জরুরি অবতরণ
আচমকা আগুনের ঘটনা ঘটেছে এয়ার ইন্ডিয়ার একটি বিমানে। শুক্রবার আবু ধাবি থেকে কালিকট গামী বিমানটিতে আগুন ধরে যায়। তবে আগুনের সুনির্দিষ্ট কোনো কারণ জানা যায়ানি। বিমানের বাকি অংশে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় দ্রুত বিমানটি জরুরি অবতরণ করে।
তবে বিমানে অবস্থান করা সকল যাত্রী সুস্থ রয়েছেন বলে জানা গিয়েছে। বিমানটিতে মোট ১৮৪ জন যাত্রী ছিল। অবতরণের পরেই সকল যাত্রীকে নিরাপদে বের করে আনা হয়। এই ঘটনায় প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, বিমানের একটি ইঞ্জিনের আগুন ধরে গিয়েছিল।
শুক্রবার সকালে ১৮৪ জন যাত্রীকে নিয়ে কালিকটের উদ্দেশে রওনা দিয়েছিল এয়ার ইন্ডিয়ার বিমান। টেক অফ করার পরেই বিমানের সামনের দিকের ১ নম্বর ইঞ্জিনে আগুন ধরে যায়। বিমানের অন্যত্রও আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দেয়। সঙ্গে সঙ্গে আবু ধাবির বিমানবন্দরেই জরুরি অবতরণ করে এয়ার ইন্ডিয়ার বি৭৩৭-৮০০ বিমানটি।
সূত্র : সংবাদ প্রতিদিন ও ইন্ডিয়া টুডে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন