আজমির শরীফের উদ্দেশ্যে নয়াদিল্লি ত্যাগ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর ভারত সফরের শেষ দিনে ভারতের আজমীরের খাজা গরীবে নওয়াজ দরগাহ শরীফ জিয়ারতের উদ্দেশে সকালে নয়াদিল্লি ত্যাগ করেছেন।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বাসস’কে জানান, প্রধানমন্ত্রী দরগাহ শরীফে নফল নামাজ আদায় করবেন এবং দেশ ও জনগণ এবং সমস্ত মুসলিম ওম্মাহর শান্তি, অগ্রগতি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে মুনাজাত করবেন।

বাংলাদেশ বিমানের একটি ভিভিআই ফ্লাইট প্রধানমন্ত্রীকে নিয়ে স্থানীয় সময় সকাল ৯টা ১২ মিনিটে
জয়পুর আন্তর্জাতিক বিমানে বন্দরের উদ্দেশে নয়াদিল্লির পালাম বিমান বন্দর ত্যাগ করে। বিমানটি স্থানীয় সকাল ১০টায় রাজস্থান পৌঁছানোর কথা রয়েছে।

ইহসানুল করিম জানান, প্রধানমন্ত্রী সুফি সাধক খাজা মঈনুদ্দিন চিশতীর মাজার খাজা গরীবে নেওয়াজ দরগাহ শরীফে ফাতেহা পাঠ এবং মোনাজাতের পর কিছু সময় অবস্থান করবেন। পরে শেখ হাসিনা আজমীর দরগাহ শরীফের বিভিন্ন অংশ পরিদর্শন করবেন।