আদালতে এসি চলেনি, গরমে অস্থির খালেদা জিয়া
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি) আয়োজিত ইফতার মাহফিলে বলেছেন, সারাদিন কোটে (আদালতে) গরমে কেটেছে। আমার গলা ঠিক নেই। ওরা এসি থাকলেও এসি চালায় না। রিমোট কন্ট্রোলার লুকিয়ে রাখে। একবার বলে এসির রিমোট এখানে, আর একবার বলে ওখানে। ‘এত রুম, একটা রুমেও এসি চলে না। গরমে অস্থির। এসির রিমোট লুকিয়ে রেখেছে।’ বলেন খালেদা জিয়া।
অসুস্থ বলে এক মিনিট বক্তব্য দিয়েই পরে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বক্তব্য রাখতে বলেন।
পরে ফখরুল বলেন, একটি সহায়ক সরকারের অধীনে নির্বাচন হলেই বিএনপি নির্বাচন করবে।
বৃহস্পতিবার বেলা ১১টা ১২ মিনিটের দিকে পুরান ঢাকার বকশিবাজারে স্থাপিত বিশেষ জজ আদালতে পৌঁছান খালেদা জিয়া।
পুরান ঢাকার বকশিবাজারে স্থাপিত অস্থায়ী ঢাকার পাঁচ নম্বর বিশেষ জজ ড. মো. আকতারুজ্জামানের আদালতে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা দুটির বিচারকাজ চলছে। সেই মামলায় হাজিরা দিতে গিয়েছিলেন খালেদা জিয়া।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন