আদালত অবমাননার অভিযোগ মেয়র তাপসের বিরুদ্ধে
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপসের দেওয়া এক বক্তব্যকে কেন্দ্র করে আদালত অবমাননার অভিযোগ তুলে মামলার আবেদন করা হয়েছে। আবেদনে তাকে আদালত অবমাননামূলক বক্তব্যের কারণে তলব করারও নির্দেশনা চাওয়া হয়েছে।
রোববার সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির এডহক কমিটির সদস্য সচিব শাহ আহমেদ বাদল এই অভিযোগ দায়ের করেছেন।
মেয়র তাপসের বিরুদ্ধে অভিযোগ, গত ২১ মে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি ‘একজন চিফ জাস্টিসকেও নামিয়ে দিয়েছিলাম’ এমন বক্তব্য রাখেন। পরে এ নিয়ে একটি জাতীয় দৈনিকে প্রতিবেদন প্রকাশ হয় এবং তা ২৪ মে আপিল বিভাগের নজরে আনেন এম আমীর-উল ইসলাম।
শাহ আহমদ বাদল সাংবাদিকদের বলেন, তাপস যে বক্তব্য দিয়েছেন, তা শাস্তিযোগ্য অপরাধ। বিষয়টি আপিল বিভাগের নজরে আনা হয়েছিল। তবে এখন পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ না দেখে তার বিরুদ্ধে আদালত অবমাননার আবেদনটি করা হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন