আনুশকা ফোন করেছিল তার বাবাকে ঘটনার দিন দুপুরে

কলাবাগানে ধর্ষণের পর হত্যার শিকার হওয়া কিশোরী আনুশকার ফোন থেকে ঘটনার দিন দুপুর ১২ টা ১৯ মিনিটে বাবাকে ফোন করা হয়েছিল। আনুশকার বাবা রোববার (১০ জানুয়ারি) এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ইফতেখার ফারদিন দিহান এবং তার বন্ধুরা যখন আমার মেয়েকে নির্যাতন করছিল, তখন মেয়েটা আমার বাঁচার জন্য ফোন করে। কিন্তু মিটিং থাকায় আমি কল রিসিভ করতে পারি নাই। এটাই ছিল ভুল। কল রিসিভ করতে পারলে পরিস্থিতি আজ ভিন্ন হতো।
পুলিশ জানায়, সব তথ্য বিবেচনা করেই তদন্ত করা হচ্ছে।

আরও পড়ুন: আনুশকা ধর্ষণ-হত্যা মামলায় আদালতের নির্দেশনা
গত ৭ জানুয়ারি রাজধানীর কলবাগানে মাস্টারমাইন্ড স্কুলের ‘ও’ লেভেলের শিক্ষার্থীকে ধর্ষণ করেন ইফতেখার ফারদিন দিহান। ধর্ষণের পর অতিরিক্ত রক্তক্ষরণে কিশোরীর মৃত্যু হয়। এ ঘটনার মামলায় দিহান গ্রেফতার রয়েছেন। তিনি ১৬৪ ধারায় আদালতে জবানবন্দিও দিয়েছেন।