আন্তর্জাতিক বন দিবসে সাতক্ষীরায় আলোচনা সভা, বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ
“উদ্ভাবনায় বন,সম্ভাবনায় বন “এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক বন দিবস ২০২৪ উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা, বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ মার্চ) সকাল ১০টায় সাতক্ষীরা সামাজিক বনায়ন নার্সারী ও প্রশিক্ষণ কেন্দ্রের আয়োজনে সামাজিক বনায়ন নার্সারী ও প্রশিক্ষণ কেন্দ্র সাতক্ষীরা কার্যালয়ে দিবসটি উদযাপন করা হয়।
আলোচনা সভায় সামাজিক বনায়ন নার্সারী ও প্রশিক্ষণ কেন্দ্র সাতক্ষীরার ভারপ্রাপ্ত কর্মকর্তা জি এম মারুফ বিল্লাহ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা বন কর্মকর্তা মো. আওছাফুর রহমান, কলারোয়া উপজেলা বন কর্মকর্তা মো. ইউনুস আলী, সেবা সংসদের সভাপতি মো. কওছার আলী। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা এফজি মো : রিজাউল করীম, আয়ুব আলী, এসএফএনটিসি রাহুল হোসেন, এসএফপিসি, আবুল কালাম ও পিরামিন ইসাক, আমজাদ হোসেন, মোহাম্মদ আলী, মোহাম্মদ আলী গাজী প্রমুখ।
আলোচনা সভা শেষে রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ ও সামাজিক বনায়ন নার্সারী ও প্রশিক্ষণ কেন্দ্র সাতক্ষীরা চত্বরে ফলজ গাছের চারা রোপণ করা হয়।
এসময় বক্তারা বলেন, বন আমাদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মানুষ এবং বিভিন্ন আদিবাসী সংস্কৃতি তাদের জীবিকা নির্বাহের জন্য বনের উপর নির্ভরশীল। প্রাণী এবং পোকামাকড়কে আশ্রয় দেয়া, বাতাসে অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড এবং আর্দ্রতার ভারসাম্য বজায় রাখা, নদীতে মিষ্টি পানি সরবরাহকারী জলাশয়গুলিকে রক্ষা করতে বনের গুরুত্ব অপরিসীম। পৃথিবীর প্রায় এক-তৃতীয়াংশ বনভূমি। একটি বনে প্রতি বর্গকিলোমিটারে ৫০ হাজার থেকে ১ লাখ গাছ থাকে। একজন মানুষের শ্বাস নিতে বছরে ৭৪০ কেজি অক্সিজেন প্রয়োজন। গড়ে একটি গাছ বছরে ১০০ কেজি পর্যন্ত অক্সিজেন দেয়। ফলে মানুষের বেঁচে থাকা আর পৃথিবীর ভারসাম্য রক্ষা একা হাতেই সামলায় বনাঞ্চলগুলো।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন