আফগানিস্তানকে কোটি টাকার খাদ্য সহায়তায় দিচ্ছে বাংলাদেশ
আফগানিস্তানকে কোটি টাকার খাদ্য সহায়তায় দিচ্ছে বাংলাদেশ
আফগানিস্তানে খাদ্য সহায়তার জন্য নগদ এক কোটি টাকা অনুদান দেবে বাংলাদেশ। দেশটিতে চলমান তীব্র আকারের খাদ্য এবং অন্যান্য সংকটের প্রেক্ষাপটে এ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার।
রোববার (২২ মে) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আফগানিস্তানে বর্তমানে তীব্র খাদ্য ও অন্যান্য সংকট চলছে। এর পরিপ্রেক্ষিতে অফিস অব দ্য কোঅর্ডিনেশন অব হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স (ইউএন ওসিএইচএ) এর তহবিলে অনুদান দেয়ার সিদ্ধান্ত হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদন ও নির্দেশনা অনুযায়ী জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী মিশন আফগানিস্তানকে এই সহায়তা পাঠাচ্ছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ অর্থ আফগানিস্তানের সংকটাপন্ন সাধারণ জনগণের জন্য ব্যয় করা হবে।
তালেবান ক্ষমতা দখলের পরই গত বছরের সেপ্টেম্বরে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) জানিয়েছিলো, দেশটিতে মাত্র ৫ শতাংশ আফগান পরিবারের কাছে প্রতিদিন খেয়ে বাঁচার মতো রসদ আছে। দেশটির প্রায় ১০ লাখ শিশু ভয়াবহ পর্যায়ের পুষ্টিহীনতার শিকার।
সুত্র:-৭১টিভি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন