আফগানিস্তানে টেলিভিশন ও রেডিও স্টেশনে হামলা
আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় শহর জালালাবাদে একটি সরকারি টেলিভিশন ও রেডিও স্টেশনে হামলা চালিয়েছে বন্দুকধারীরা। বুধবার আত্মঘাতী বোমার জ্যাকেট পরিহিত বন্দুকধারীরা সেখানে প্রবেশ করে।
পুলিশ জানিয়েছে, দুই হামলাকারী তাদের কাছে থাকা বোমার বিস্ফোরণ ঘটিয়েছে। এরা দুজনই নিহত হয়েছে। আরো এক বা দুজন এখনও টেলিভিশন স্টেশনের ভেতরে রয়েছে। সেখানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধ চলছে। হামলাকারীদের হাতে একে-৪৭ রাইফেল ছিল বলেও জানিয়েছে পুলিশ।
তবে রাজধানী কাবুল থেকে আল-জাজিরার সাংবাদিক জানিয়েছেন, সম্ভবত তিনজন নিহত হয়েছে এবং আরো নয়জন আহত হয়েছে। হতাহতদের মধ্যে একজন সাংবাদিকও রয়েছেন। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
জালালাবাদ আফগানিস্তানের নানগারহার প্রদেশের রাজধানী। পাকিস্তানের সীমান্তবর্তী এই প্রদেশটিতে নিজেদের শক্ত অবস্থান প্রতিষ্ঠা করেছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) । তবে প্রদেশটিতে তালেবানের অবস্থানও বেশ শক্তিশালী।
তাৎক্ষনিকভাবে কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন