আ’লীগ কখনো ভোগের রাজনীতি করে না : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ কখনো ভোগের রাজনীতি করে না। সব সময় সমাজে সমঅধিকার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর।

রোববার গণভবনে জয়িতা ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের বিশেষ সভার সূচনা বক্তব্যে তিনি একথা বলেন।

শেখ হাসিনা বলেন, ‘সরকার দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে কাজ করছে। নারী-পুরুষের সুষম উন্নয়ন না হলে সমাজ পঙ্গুই থেকে যাবে। এজন্য মেয়েদের কর্মসংস্থানের জন্য কারিগরি শিক্ষার ওপর জোর দিতে হবে।’

নারীর উন্নয়নে বঙ্গবন্ধু অবদান স্মরণ করে তিনি বলেন, বীরাঙ্গনাদের সামাজিক মর্যাদা দিয়ে তাদের পুর্নবাসন করেন জাতির পিতা। যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠনের পাশাপাশি নারীর কর্মসংস্থান ও ক্ষমতায়নের জন্য বঙ্গবন্ধুর উদ্যোগ তুলে ধরেন প্রধানমন্ত্রী।

তিনি নারী শিক্ষা এবং তাদের মর্যাদা ও অধিকার নিশ্চিতে বঙ্গবন্ধুর দেখানো পথ ধরেই কাজ করছেন বলেও জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘নারীদের কর্মসংস্থানের কথা মাথায় রেখে সরকার তাদের কারিগরি শিক্ষায় উদ্বুদ্ধ করেছে। নারী উদ্যোক্তা ও কর্মীদের প্রশিক্ষণ দিয়ে তাদের আরও দক্ষ ও যুগোপযোগী করে গড়ে তুলতে হবে।’