আশুলিয়ায় অজ্ঞাত ব্যক্তির হাত পা বাধা লাশ উদ্ধার
![](https://ournewsbd.net/wp-content/uploads/2017/08/21076681_899770340180271_1245170524_n-720x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
নিজস্ব প্রতিবেদক : সাভারের আশুলিয়ায় হাত-পা বাধা অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকাল ১০টার দিকে আশুলিয়ার বাড়ইপাড়ায় নবীনগর-চন্দ্রা মহাসড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আউয়াল জানান, সকালে রাস্তার পাশ দিয়ে চলাচলের সময় পথচারীরা অজ্ঞাত ব্যক্তির লাশটি দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে লাশটি মহাসড়কের পাশ থেকে হাত-পা বাধা অবস্থায় উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যার পর এখানে ফেলে গেছে। এখন পর্যন্ত তার পরিচয় পাওয়া যায় নি। কে বা কারা কি কারনে তাকে হত্যা করে লাশ ফেলে গেছে এবিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন