আশুলিয়ায় আটক ২৮ ডাকাতকে ২ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ
নিজস্ব প্রতিবেদক, (সাভার) : আশুলিয়ায় চলন্ত বাসে ডাকাতির সময় আটক ২৮ ডাকাতকে দুই মামলায় রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ।
শুক্রবার দুপুর ১২ টায় আশুলিয়া থানা থেকে প্রিজন ভ্যানে করে তাদের আদালতে পাঠানো হয়। প্রাথমিকভাবে আটক ডাকাতদের পরিচয় পাওয়া গেছে। তবে তথ্য যাচাই বাছাই শেষে আরও নিশ্চিত হওয়া যাবে বলে জানান পুলিশ।
পুলিশ আরও জানায়, আটক ডাকাতদের বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্র আইনে দুইটি মামলা দায়ের করা হয়েছে। দুই মামলা প্রত্যেককে ৫ দিন করে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। রিমান্ডে জিজ্ঞাসাবাদে আরও তথ্য পাওয়া যাবে বলেও জানান পুলিশ।
উল্লেখ্য, গতকাল রাত বৃহস্পতিবার রাত ১১ আশুলিয়ায় নবীনগর থেকে চলন্ত বাসে যাত্রী বেশে ডাকাতির সময় ২৮ ডাকাতকে আটক করা হয়। এসময় পুলিশের সঙ্গে গোলাগুলির ঘটনায় আশুলিয়া থানার ওসিসসহ চার পুলিশ আহত হন। উদ্ধার করা হয় অস্ত্র গুলি ও বিভিন্ন দেশীয় অস্ত্র।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন