আয়কর রিটার্ন দাখিল করার সময় ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়লো
![](https://ournewsbd.net/wp-content/uploads/2020/11/Capture-2.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
আয়কর রিটার্ন দাখিলের সময় আরো এক মাস অর্থাৎ ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআরের) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।
কোভিড-১৯ পরিস্থিতির কারণে রিটার্ন জমা দেওয়ার এই সময় বাড়ানো হয়েছে বলে জানান তিনি।
সোমবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় এনবিআর কার্যালয়ে এনবিআর চেয়ারম্যান সাংবাদিকদের এ কথা জানান।
এর আগে গতকাল রোববার চলতি বছরে রিটার্ন দাখিলের সময় বাড়ানো হবে না বলে জানিয়েছিলেন তিনি। কিন্তু এর একদিন পরই আজ এনবিআর চেয়ারম্যান জানালেন সময় বাড়ানো হয়েছে।
ব্যক্তি পর্যায়ের করদাতাদের সুবিধার্থে আয়কর রিটার্ন দাখিল করার সময় বাড়ানো হল উল্লেখ করে আবু হেনা বলেন, কর অঞ্চলগুলোতে কর দাতাদের ব্যাপক ভিড় দেখা গেছে। তাই করোনা পরিস্থিতি বিবেচনা করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে এনবিআরের ক্ষমতা প্রয়োগ করে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
তিনি জানান, দেশে ৫০ লাখ ৭২ হাজার নাগরিকের কর শনাক্তকারী নম্বর (টিআইএন) রয়েছে। সোমবার দুপুর পর্যন্ত তাদের মধ্যে ১৫ লাখ করদাতা রিটার্ন দাখিল করেছেন।
এর আগে সকালে এনবিআর সম্মেলন কক্ষে জাতীয় আয়কর দিবস উপলক্ষে ‘স্বচ্ছ ও আধুনিক কর সেবা প্রদানের মাধ্যমে করদাতা বান্ধব পরিবেশ নিশ্চিতকরণ’ শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়।
ওই সেমিনারে এনবিআরের সদস্য (কর নীতি) মো. আলমগীর হোসেন জানান, গত এক দশকে করদাতার সংখ্যা বেড়েছে ৩৫৭ শতাংশ। একই সময়ে রিটার্ন দাখিলকারীর সংখ্যা বেড়েছে ১২৫ শতাংশ।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করে তিনি বলেন, ১ দশকে কর জনসংখ্যা করদাতা অনুপাত বেড়েছে ৩১৭ দশমিক ৫৬ শতাংশ, আয়কর খাতে প্রবৃদ্ধি ১৬ শতাংশের অধিক।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন