আ.লীগের আইডিয়া চুরি করেছে বিএনপি : কাদের

বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগের আইডিয়া চুরি করার অভিযোগ তুলেছেন দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে বিএনপির ‘ভিশন ২০৩০’ এর প্রতিক্রিয়ায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

ওবায়দুল কাদের বলেন, ‘পরের মেধাস্বত্ব চুরি করা নৈতিক অপরাধ, এটা এক ধরনের রাজনৈতিক অসততা। একটি রাজনৈতিক দল কতটা দেউলিয়া হলে অপর একটি রাজনৈতিক দলের আইডিয়া এবং চিন্তা নির্লজ্জভাবে চুরি করতে পারে?’ এসময় ‘বিএনপি ইমিটেট (অনুকরণ) করতে পারে ইনোভেট (উদ্ভাবন) করতে পারে না’ বলেও মন্তব্য করেন তিনি।

বিএনপির ‘ভিশন ২০৩০’ একটি ফাঁকা প্রতিশ্রুতির ফাঁপানো রঙিন বেলুন, এটি অচিরেই চুপসে যাবে, মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, ‘খালেদা জিয়ার ভিশন যুদ্ধাপরাধীদের রক্ষার ভিশন, সন্ত্রাসবাদ কায়েমের ভিশন, দেশ বিক্রির ভিশন। বিএনপির এ ভিশন জাতির সঙ্গে তামাশা ও প্রতারণা ছাড়া আর কিছুই নয়।’

তিনি আরও বলেন,‘ খালেদা জিয়ার ভিশন একটি মেধাহীন, অন্তঃসারশূণ্য, দ্বিচারিতাপূর্ণ ও জনবিচ্ছিন্ন রাজনৈতিক দলের প্রলাপ ছাড়া আর কিছু নয়। তাদের ভিশন হচ্ছে হাওয়া ভবন বানিয়ে লুটপাট আর এতিমের টাকা মেরে খাওয়ার ভিশন।’

সংসদীয় ব্যবস্থা সংস্কার করে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ প্রতিষ্ঠার বিষয়ে সেতুমন্ত্রী বলেন, ‘তারা (বিএনপি) আমাদের সংবিধানের মৌলিক কাঠামো পরিবর্তন করতে চায়। আমি বিএনপি নেত্রীকে প্রশ্ন করতে চাই, বাংলাদেশের ভৌগলিক ও রাজনৈতিক বাস্তবতা সত্ত্বেও তিনি এ ধরনের ব্যবস্থা প্রবর্তনের মাধ্যমে কাদেরকে খুশি করতে চান?’ এসময় ‘বিএনপির রাজনীতি নেতিবাচক রাজনীতির ইতিহাস’ বলেও মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কর্তৃত্ববাদী আখ্যায়িত করার সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি নেত্রীই কর্তৃত্ববাদী রাজনীতি করেন। তার কর্তৃত্ববাদী শাসনে নগ্ন রূপ আমরা দেখেছি। ’

এ সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।