ইউপি নির্বাচনে দলীয় প্রার্থীর চেয়ে দেড়গুণ বেশি স্বতন্ত্র প্রার্থী

আসন্ন তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে রাজনৈতিক দলের প্রার্থীর চেয়ে স্বতন্ত্র প্রার্থীর সংখ্যা প্রায় দেড়গুণ বেশি মনোনয়নপত্র জমা পড়েছে।

এ বিষয়ে ইসির যুগ্ম-সচিব ও জনসংযোগ পরিচালক এসএম আসাদুজ্জামান বলেন, তৃতীয় ধাপে ১ হাজার তিনটি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে পাঁচ হাজার ২৮৫ জনের মনোনায়নপত্র জমা পড়েছে। এর মধ্যে ২০টি রাজনৈতিক দল থেকে প্রার্থী হয়েছেন এক হাজার ৭৪৭ জন। আওয়ামী লীগ ৯৮১ জন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ৪৩৮ জন, জাতীয় পার্টি ১৮৭ জন, জাকের পার্টি ৬৪ জন এবং জাসদ ২৫ জন প্রার্থী দিয়েছে। বাকি ৩ হাজার ৫৩৮ জন স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।

এছাড়া সংরক্ষিত নারী সদস্য পদে ১১ হাজার ৪৬৯টি এবং সাধারণ সদস্য পদে ৩৭ হাজার ৪৭টি মনোনয়নপত্র জমা পড়েছে। চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য মিলে মোট ৫৩ হাজার ৮০১টি মনোনয়নপত্র জমা পড়েছে।

ঘোষিত তফসিল অনুযায়ী, ২৮ নভেম্বর অনুষ্ঠেয় তৃতীয় ধাপের নির্বাচনে মঙ্গলবার এক হাজার ৩টি ইউনিয়ন পরিষদে তিনটি পদে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল।

প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই হবে ৪ নভেম্বর, প্রত্যাহারের শেষ সময় ১১ নভেম্বর। এই ধাপে ৩১ ইউপিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) এবং বাকিগুলোতে প্রচলিত ব্যালট পেপারের মাধ্যমে ভোট নেওয়া হবে।

প্রসঙ্গত, চলতি বছরের তৃতীয় ধাপে দেশের ১ হাজার ৭টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৮ নভেম্বর। একই দিনে দেশের ১০টি পৌরসভায়ও নির্বাচন অনুষ্ঠিত হবে।