ইন্দোনেশিয়ায় আবারও অগ্ন্যুৎপাতের আশঙ্কা, সতর্কতা জারি

ইন্দোনেশিয়ার মাউন্ট আগুং আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাতের আশঙ্কায় দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো শনিবার সন্ধ্যায় সক্রিয় হয়ে ওঠে পর্যটনকেন্দ্র বালির নিকটবর্তী আগ্নেয়গিরিটি।

জানা গেছে, আশপাশের এলাকায় এরই মধ্যে ছাই ও ধুলোবালি ছড়িয়ে পড়েছে। আগ্নেয়গিরিকে ঘিরে সাড়ে ৭ কিলোমিটার এলাকার বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। এদিকে ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটায় বালি বিমানবন্দরে আটকা পড়েছেন প্রায় দু’হাজার যাত্রী।

উল্লেখ্য, প্রায় অর্ধশতক পর গত সেপ্টেম্বরে প্রথমবার সক্রিয় হয় মাউন্ট আগুং। সে সময় আশ্রয়হীন হয় প্রায় ২৫ হাজার মানুষ। এর আগে ১৯৬৩ সালে মাউন্ট আগুংয়ের ভয়াবহ উদগিরণে প্রাণ যায় ১১শ’ মানুষের।