ইবিতে আল-হাদিস বিভাগের পিএইচডি সেমিনার অনুষ্ঠিত
ইসলামী বিশ্ববিদ্যালয়ে মানব কল্যাণে রাসূলুল্লাহ (সাঃ)-এর খুতবার ভূমিকা: পরিপ্রেক্ষিত বাংলাদেশ শীর্ষক পিএইচডি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ মে) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের সভা কক্ষে আল-হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের তত্ত্বাবধানে এ পিএইচডি সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারে বিভাগটির প্রাক্তন ছাত্র ও ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের পিএইচডি গবেষক জনাব আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন।
এ সময় বিভাগটির সভাপতি প্রফেসর ড. সৈয়দ মাকসুদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ধর্মত্বত্ত অনুষদের ডিন প্রফেসর ড. এইচ. এ. এন. এম এরশাদ উল্লাহ ও বিশেষ অতিথি হিসেবে বিভাগটির তত্ত্বাবধারক প্রফেসর ড. সৈয়দ মাকসুদুর রহমান উপস্থিত ছিলেন। এছাড়াও আলোচক হিসেবে ছিলেন বিভাগটির প্রফেসর ড. মোঃ সেকান্দার আলী ও প্রফেসর ড. মোঃ শফিকুল ইসলাম।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন