ইবিতে “নারীর প্রতি সহিংসতা” শীর্ষক পিএইচ.ডি সেমিনার অনুষ্ঠিত
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/01/1673950523764-720x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
ইসলামী বিশ্ববিদ্যালয়ে “ঢাকা শহরে নারীর প্রতি সহিংসতা: এক সমাজিক-আইনি গবেষণা” শীর্ষক পিএইচ.ডি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ জানুয়ারী) বেলা ১২ টায় আইন বিভাগের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের সভাকক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে আইন বিভাগের সভাপতি অধ্যাপক ড. রেবা মন্ডলের সভাপতিত্বে ও সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক কোষাধ্যক্ষ ও সাবেক আইন বিভাগের ডিন অধ্যাপক ড. সেলিম তোহা এবং আলোচক হিসেবে ছিলেন আইন বিভাগের অধ্যাপক ড. নুরুন নাহার, অধ্যাপক ড. আনিসুর রহমান ও সহকারী অধ্যাপক ড. আব্দুল করিম খান।
এসময় মুল প্রবন্ধ উপস্থাপন করেন আব্দুল আজিজ মিয়া (সেশন-১৪-১৫)।
এছাড়াও লোক প্রশাসন বিভাগের সভাপতি অধ্যাপক ড. লুৎফর রহমান, আল-ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ নাছির উদ্দীন , আইন বিভাগের অধ্যাপক ড. শাহজাহান মন্ডল, অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান ও আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের সভাপতি সাহিদা আখতার প্রমুখ উপস্থিত ছিলেন।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন