ইবিতে ১৬ দাবিতে সাদ্দাম হলের শিক্ষার্থীদের স্মারকলিপি
ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাদ্দাম হোসেন হলের আবাসিক শিক্ষকদের হলে অবস্থান সহ হলের উন্নয়নমূলক কাজ এবং পড়াশোনার পরিবেশ নিশ্চিতকরণে প্রভোস্ট অধ্যাপক ড. আসাদুজ্জামান বরাবর ১৬ দফা দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট হলের আবাসিক শিক্ষার্থীবৃন্দ।
সোমবার ( ২২মে ) দুপুর দুইটার দিকে সংশ্লিষ্ট হলের প্রভোস্টের কার্যালয়ে শিক্ষার্থীদের সাক্ষরিত স্মারকলিপি প্রদানের মাধ্যমে এসব দাবি জানায় শিক্ষার্থীরা।
স্মারকলিপিতে উত্থাপিত দাবিগুলো হলো- ১. সংশ্লিষ্ট হলের লাইব্রেরীতে প্রয়োজনীয় বই সংযোজন এবং স্থান সংকুলানের ব্যবস্থা করতে হবে একই সাথে লাইব্রেরীতে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু কর্ণার স্থাপন করতে হবে। ২. অনতিবিলম্বে হলের ইন্টারনেট সমস্যার সমাধান এবং দ্রুত গতির ইন্টারনেট সেবা নিশ্চিত করতে হবে। ৩. পরিচ্ছন্নতা জোরদার করন এবং মানসম্মত ওয়াশরুম নিশ্চিত করতে হবে। ৪. হলের সাংস্কৃতিক ও ক্রীড়া বিষয়ক আলাদা রুম, সরঞ্জামাদি এবং সার্বিক সহযোগিতা নিশ্চিত করতে হবে। ৫. পানির সমস্যা সমাধান এবং প্রতিটি ফ্লোরে সুপেয় পানির ব্যবস্থা করতে হবে। ৬. মাদক এবং র্যাগিং নিধনে ক্যাম্পেইন চালু করতে হবে। ৭. হলের পাশের ড্রেনেজ সমস্যার সমাধান করতে হবে। ৮.সৌন্দর্য বর্ধন এবং লাইটিং সমস্যার সমাধান করে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করতে হবে। ১৯. মশা নিধনে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। ১০ আবাসিক শিক্ষকদের হলে অবস্থান নিশ্চিত করতে হবে। ১১ আবাসিক শিক্ষক ও কর্মকর্তা- কর্মচারীদের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। ১২. হলের কর্মকর্তা-কর্মচারী সংকট নিরসন করতে হবে।১৩. আবাসিক ফি এবং ভর্তির সময় হল ফি প্রদানের ক্ষেত্রে সমন্বয় করতে হবে। ১৪. হলের জাতীয় স্থাপনা নির্মানের ব্যবস্থা করতে হবে। ১৫. টিভি রুমের সমস্যা সমাধান করতে হবে। ১৬. খাবারের মান বৃদ্ধি ও মূল্য নিয়ন্ত্রনের সাথে মূল্যতালিকা নিশ্চিত করতে হবে।
এ বিষয়ে প্রভোস্ট অধ্যাপক ড. আসাদুজ্জামান বলেন, ছাত্রদের দাবিগুলো যৌক্তিক। হল সংশ্লিষ্ট সমস্যার সমাধানে কর্মকর্তাদের সাথে এখনই কথা বলব। আমরা সংশ্লিষ্ট দাবিসমূহ বাস্তবায়নের চেষ্টা করবো।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন