ইবির আইন বিভাগে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন বিভাগে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে ২০২১-২২ শিক্ষাবর্ষের সরকারী দলকে হারিয়ে বিজয়ী হন ২০১৮-১৯ শিক্ষাবর্ষের বিরোধী দল।

বুধবার (৩০ আগস্ট) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন ভবনের ২য় তলায় “দুর্নীতি রোধ করি, স্মার্ট বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। দুই পর্বের এ প্রতিযোগিতায় বিভাগটির চারটি শিক্ষাবর্ষ অংশগ্রহণ করেন।

প্রতিযোগিতার প্রথম পর্বটি ২০১৯-২০ শিক্ষাবর্ষের সরকারী দল ও ২০২১-২২ শিক্ষাবর্ষের বিরোধী দলের মধ্যে
“শুধু আইন নয়, জনসচেতনতাই দুর্নীতি দমনের প্রধান উপায়” শিরোনামে অনুষ্ঠিত হয়।

এদিকে ২০২০-২১ শিক্ষাবর্ষের দল অনুপস্থিত থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রথম পর্বে বিজয়ী হয় ২০১৮-১৯ শিক্ষাবর্ষের দল।

পরে বিজয়ী ২ দল “প্রতিকার নয়, প্রতিরোধই দুর্নীতি দমনের কার্যকরী উপায়” শিরোনামে চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করেন। এতে ২০২১-২২ শিক্ষাবর্ষের সরকারী দলকে হারিয়ে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের বিরোধী দল বিজয় অর্জন করেন। এ পর্বে সরকার দলীয় প্রধানমন্ত্রী নাজমুল করিম শ্রেষ্ঠ বিতার্কিক হিসেবে নির্বাচিত হন।

এসময় বিচারক হিসেবে আইন অনুষদের ডিন অধ্যাপক ড. সৈয়দা সিদ্দীকা, অধ্যাপক ড. রেবা মন্ডল, অধ্যাপক ড. নূরুন নাহার এবং সহযোগী অধ্যাপক ড. আব্দুল করিম খান উপস্থিত ছিলেন। এছাড়াও এ প্রতিযোগিতায় স্পিকারের দায়িত্বে ছিলেন বিভাগটির অধ্যাপক ড. রেহেনা পারভিন। সময় নিয়ন্ত্রক হিসেবে ছিলেন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মেহবুবা মোহিনী।

পরে প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের সার্টিফিকেট প্রদান এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।