ইবির রক্তিমার নেতৃত্বে সাইফ-তুষার

ইসলামী বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছায় রক্তদান সংস্থা “রক্তিমা” এর কার্যনির্বাহী পরিষদ এর নতুন আংশিক কমিটি গঠন করা হয়েছে । এতে সাইফুল ইসলাম সাইফকে সভাপতি ও শেফায়েত উল্লাহ তুষারকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।

সোমবার (১৩ মার্চ) সংগঠনটি সদ্য সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক এর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি লোকপ্রশাসন বিভাগের সিরাজুম মনিরা, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের রাকিব হাসান, যুগ্ম-সাধারণ সম্পাদক অর্থনীতি বিভাগের রোহিনী বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের আব্দুল্লাহ আল মাসুম, সহ-সাংগঠনিক সম্পাদক ডেভলপমেন্ট স্টাডিস বিভাগের নেয়ামত উল্লাহ, দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের আতিকুর রহমান এবং কোষাধ্যক্ষ মশিউর রহমান ও দপ্তর সম্পাদক আজিজা আনজুম।

নিয়মানুযায়ী আগামী ১ বছরের জন্য এ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। আগামী ১ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হবে।