ইবি রোটার্যাক্ট ক্লাবের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী
![](https://ournewsbd.net/wp-content/uploads/2021/09/Rotaract-Club-IU-Logo.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
নিজ ব্যক্তিত্ব বিকাশ, যুবক-যুবতীদের জ্ঞান ও কর্মদক্ষতা বৃদ্ধির সুযোগ, তাদের জনগোষ্ঠীর বাস্তব ও সামাজিক চাহিদার প্রতি মনোযোগী হওয়া এবং বন্ধুত্ব ও সেবার মাধ্যমে বিশ্বব্যাপী মানুষের মধ্যে সম্পর্ক উন্নয়নকে লক্ষ্য রেখে আমেরিকায় ১৯৬৮ সালের ১৩ মার্চ প্রতিষ্ঠিত হয় রোটার্যাক্ট ক্লাব। এটি বিশ্বব্যাপী রোটার্যাক্ট আন্দোলন হিসেবেও পরিচিত। মূলত: রোটারী ইন্টারন্যাশনালের যুব সংগঠন এটি। ক্লাবটি “Fellowship Through Service” বা সেবার মাধ্যমে বন্ধুত্ব স্লোগানকে ধারণ করে সমাজসেবামূলক কাজের পাশাপাশি দক্ষ মানবসম্পদ তৈরিতে কাজ করে বিশ্বব্যাপী। তারই ধারাবাহিকতায় ১৯৯২ সালের ৫ সেপ্টেম্বর ইসলামী বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের তৎকালীন শিক্ষার্থী আবু হেনা মোস্তফা কামালের ঐকান্তিক প্রচেষ্টায় প্রতিষ্ঠা লাভ করে রোটার্যাক্ট ক্লাব অব ইসলামিক ইউনিভার্সিটি।
ক্যাম্পাসের পরিবেশ নির্মল রাখতে পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ অভিযান, বিশ্ববিদ্যালয়ের পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ, অসহায়-দুঃস্থদের আর্থিক সহায়তা প্রদান, রক্তদান, শীতবস্ত্র বিতরণ, নিরক্ষর পথ শিশুদের অক্ষরজ্ঞান প্রদান, বিভিন্ন আন্তজার্তিক দিবস পালনের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধিসহ বিভিন্ন সমাজসেবামূলক কাজ করে যাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয় রোটার্যাক্ট ক্লাব। এছাড়াও সদস্যসহ সাধারণ শিক্ষার্থীদের ব্যক্তিগত দক্ষতা অর্জনের জন্য নিয়মিত কুইজ ও ইংরেজি সংবাদপত্র পাঠ প্রতিযোগিতা, ক্যারিয়ার বিষয়ক ট্রেনিং ও সেমিনারের আয়োজন করে থাকে এ সংগঠনটি। ১৮ থেকে ৩০ বছর বয়সী যেকোনো নারী পুরুষ এই ক্লাবের সদস্য হতে পারে। প্রতি বছর ১ জুলাই রাত ১২ টায় বিশ্বের সকল ক্লাবের একযোগে নেতৃত্বের পরিবর্তন ঘটে এবং পরবর্তী বছরের জুন মাসের ৩০ তারিখ তা অবসান হয়। সদস্যদের প্রত্যক্ষ ভোটে গণতান্ত্রিক পন্থায় নেতৃত্ব নির্বাচনে রোল মডেল এই ক্লাবটি।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন