ইমরান খানের সেই হেলিকপ্টার খরচ ৫৫ টাকা, সোশ্যাল মিডিয়ায় বিদ্রুপ!
হেলিকপ্টার চড়া নিয়ে সম্প্রতি বিতর্কে জড়িয়েছিলেন পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী ইমরান খান। জানা গেছে, প্রধানমন্ত্রীর বাসভবন থেকে নিজের পুরানো বাড়িতে প্রায়ই সরকারি হেলিকপ্টারে যাতায়াত করেন ইমরান। মন্ত্রী আমলাদের খরচ কমানোর কথা বলে কেন ইমরান নিজে বারবার হেলিকপ্টারে যাতায়ত করে ব্যয় বাড়াচ্ছেন, সেই নিয়ে শুরু হয়েছে বিতর্ক।
এই ইস্যুতে ইমরান খানের পক্ষে দাঁড়াতে গিয়ে পাকিস্তানের তথ্য ও সম্প্রচারমন্ত্রী ফওয়াদ চৌধুরী এমন এক মন্তব্য করেছেন যে সোশ্যাল মিডিয়ায় ইমরানকে নিয়ে বিদ্রুপের বন্যা বইছে। ফওয়াদ বলেছেন, ইমরান খানের হেলিকপ্টার করে যাতায়াতের জন্য নাকি মাত্র ৫৫টাকা খরচ হয়। অবাস্তব এই দাবির পরেই ফেসবুক টুইটারে এখন ইমরানকে নিয়ে রসিকতার ছড়াছড়ি।
একজন টুইট করে বলেছেন, ‘ইমরানের দাবির ফলে এখন উবার চিন্তায় পড়ে গিয়েছে। ৫৫ টাকা খরচে যদি হেলিকপ্টারে চড়া যায়, তাহলে কেনই বা সাধারণ মানুষ গাড়িতে চড়তে চাইবেন?’ আরেকজন রসিকতা করে লেখেন, ‘ইমরান কি মনে করেন সারা বছরই এপ্রিল ফুল বানানো যায়?’ এছাড়াও ভাইরাল হয়েছে ইমরানের আকাশে ওড়ার এবং হেলিকপ্টার চড়ার অজস্র ছবি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন