ইলিশ রক্ষায় মাদারীপুরে শিবচরে পদ্মায় অভিযান: ২১ হাজার মিটার জাল ধ্বংস
ইলিশ রক্ষায় পদ্মা নদীর মাদারীপুরে শিবচরে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। অভিযানকালে ২১ হাজার মিটার অবৈধ জাল জব্দ করে নদীর পাড়ে পুড়িয়ে জাল ধ্বংশ করা হয়। তবে এসময় কোন জেলে এবং ইলিশ পাওয়া যায়নি বলে জানিয়েছে মৎস অফিস।
শুক্রবার (১৩ অক্টোবর) ভোর থেকে দুপুর পর্যন্ত পদ্মানদীর শিবচর অংশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে মৎস অফিস ও পুলিশ। এ সময় নদীতে পাতা অবস্থায় প্রায় ২১ হাজার মিটার জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংশ করা হয়।
শিবচর উপজেলা মৎস কর্মকর্তা ফেরদৌস ইবনে রহিম জানান,’দ্বিতীয় দিনের মতো শুক্রবার ভোর থেকে অভিযান শুরু হয়। দুপুর পর্যন্ত নদীতে কোন জেলে পাওয়া যায়নি। তবে পেতে রাখা ২১ হাজার মিটার জাল উদ্ধার করা হয়েছে। পরে আগুনে পুড়িয়ে ধ্বংশ করা হয় ওই জাল।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন