‘ইয়ুথ নেট ফর ক্লাইমেট জাস্টিস’ এর উদ্যোগে কুবিতে বৃক্ষরোপণ
‘ইয়ুথ নেট ফর ক্লাইমেট জাস্টিস’ এর উদ্যোগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বৃক্ষরোপণ কর্মসূচি ও জলবায়ু বিষয়ক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (৩১ জানুয়ারি) বিকেল চারটায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে আলোচনা সভা ও এর আশেপাশে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শক হাবিবুর রহমান বলেন, বিশ্বের উন্নত দেশগুলোতে শিল্প কারখানার কারণে উন্নয়নশীল দেশ ও স্বল্প উন্নত দেশে জলবায়ুর যে প্রভাব পড়েছে তা থেকে মুক্তির জন্য আমাদের পরিবেশবাদী হতে হবে।
তিনি আরও বলেন, তোমরা শুধু বিশ্ববিদ্যালয়ের নয় পুরো কুমিল্লা জেলাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে।
কুমিল্লা জেলা ইয়ুথ নেটের সমন্বয়ক মো. আল-আমিন বলেন, পরিবেশ আমাদের বন্ধু। আমরা বাংলাদেশকে জলবায়ুর নেতিবাচক প্রভাব থেকে রক্ষা করতে চাই। তাই কুমিল্লা জেলাকে সবুজ নগরী হিসেবে গড়ে তুলতে সমগ্র জেলার শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
উল্লেখ্য, ইয়্যুথ নেট হচ্ছে একটি পরিবেশবাদী সংগঠন। এটি নেতৃত্ব গঠন,জলবায়ু যোদ্ধা তৈরি ও পুরো বাংলাদেশকে বিশ্বের দরবারে প্রতিনিধিত্ব করার জন্য কাজ করে। যার মূল্য উদ্দেশ্য হচ্ছে জলবায়ুর প্রভাব থেকে বাংলাদেশে কে রক্ষা করা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন