ঈদের দিনে কাশ্মীরে সংঘর্ষ
ঈদের দিনেও সংঘর্ষ হয়েছে ভারতশাসিত কাশ্মীরে। একাধিক এলাকায় আইনশঙ্খলাবাহিনী সঙ্গে স্থানীয় বাসিন্দাদের সংঘর্ষ হয়। সংঘর্ষে ১০ জন আহত হয়েছে।
আজ সোমবার সোপর, অনন্তনাগম রাজপোরা, সোপিয়ান ও শ্রীনগরের সাফাকাদাল এলাকায় এসব সংঘর্ষ হয়। দ্য হিন্দুস্তান টাইমস ও দ্য ডন এ খবর জানায়।
বিক্ষোভকারীরা কাশ্মীরের স্বাধীনতার পক্ষে স্লোগান দিচ্ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পুলিশ।
জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি জানান, পুলিশ সর্বোচ্চ সহনশীলতা দেখিয়েছে এবং নিজেদের মানুষই মনে করা হয়েছে বিক্ষোভকারীদের।
ঈদগাহে নামাজের ব্যাপারে বিধি-নিষেধ আরোপ করেছিল স্থানীয় পুলিশ। তবে স্থানীয় বাসিন্দারা তা মানেনি। এর পরই স্থানীয় বাসিন্দারা জমায়েত হয়ে বিক্ষোভ করতে থাকে। তখন আইনশৃঙ্খলাবাহিনীর সঙ্গে সংঘর্ষ শুরু হয়।
চলতি সপ্তাহেই শ্রীনগরে এম এ পণ্ডিত নামের এক পুলিশ কর্মকর্তা নিহত হন। এরপর থেকেই এসব এলাকায় নিরাপত্তা জোরদার করে ভারতের আইনশৃঙ্খলা বাহিনী।
দ্য হিন্দুস্তান টাইমস জানিয়েছে, এই রমজান মাসে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও বেসামরিক মানুষসহ ৪৩ জন নিহত হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন