ঈদের নতুন টাকায় শর্ত জুড়লো বাংলাদেশ ব্যাংক

বছরে দুইবার দুই ঈদ উপলক্ষ্যে বাজারে নতুন টাকা ছাড়ে বাংলাদেশ ব্যাংক। গতবার বিভিন্ন প্রকারের নোট মিলিয়ে একজন ব্যক্তি ৮ হাজার ৭০০ টাকার নতুন নোট নিতে পেরেছিলেন। কিন্তু এবার পরিমাণ ঠিক থাকলেও ২ থেকে ৫০ টাকার নোটের বান্ডিল (প্রতিটিতে একশত পিস) মিলিয়ে নিতে হবে কোনো ব্যক্তিকে। এক্ষেত্রে ২, ৫, ১০, ২০ ও ৫০ টাকার বান্ডিল নিতে হবে একটি করে।

গত বছরে এ নিয়ম ছিল না। গ্রাহক তার ইচ্ছে মতো সংখ্যায় পরিমাণ ঠিক রেখে যেকোনো নতুন নোটের বান্ডিল নিতে পারতেন। ঈদের সময়ে সাধারণত ১০ টাকার নতুন নোটের চাহিদা বেশি থাকে। এ বিষয়টি মাথায় রেখেই প্রতিবছর নতুন নোট বাজারে বাংলাদেশ ব্যাংক। কিন্তু এবার এক ব্যক্তি ১০ টাকার একটি বান্ডিলই নিতে পারবেন। অতিরিক্ত বান্ডিল পেতে হলে তাকে ছুটতে হবে ফুটপাতের ব্যবসায়ীদের কাছে।

যেখানে দশ টাকার প্রতি বান্ডিল (এক হাজার টাকা) নতুন নোট নিতে দিতে হবে ৩০ থেকে ৫০ টাকা পর্যন্ত বেশি। এতে দুর্ভোগ আরো বাড়বে বলে মনে করছেন ব্যাংকাররা।

সূত্র জানিয়েছে, আগামী বৃহস্পতিবার (৮ জুন) থেকে বাংলাদেশ নতুন টাকা ছাড়বে। ২২ জুন পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকের ৩০ তলা ভবনের নিচতলা থেকে নতুন টাকা সংগ্রহ করতে পারবেন যেকোনো ব্যক্তি। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, কেন্দ্রীয় ব্যাংকের পাশাপাশি ঢাকা শহরের বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের ২০টি শাখায়ও পাওয়া যাবে এই নতুন নোট।

গতবারের মতো একই ব্যক্তি একাধিকবার নতুন নোট গ্রহণ করতে পারবেন না। নোট উত্তোলনের সময় কেউ ইচ্ছে করলে কাউন্টার থেকে ইচ্ছে মতো যে কোন মূল্যমানের ধাতব মুদ্রা নিতে পারবেন। নতুন টাকা নেয়ার সময়ে আঙ্গুলের ছাপ দিয়ে নিতে হবে। যাতে কেউ দ্বিতীয়বার নতুন টাকা নিতে না পারে।

যেসব ব্যাংকে ও শাখায় নতুন টাকা পাওয়া যাবে:

০১. ন্যাশনাল ব্যাংক লিঃ, যাত্রাবাড়ী শাখা, ঢাকা।
০২. জনতা ব্যাংক লিঃ, আব্দুল গণি রোড কর্পোরেট শাখা, ঢাকা।
০৩. অগ্রণী ব্যাংক লিঃ, এলিফ্যান্ট রোড শাখা, ঢাকা।
০৪. দি সিটি ব্যাংক লিঃ, মিরপুর শাখা, ঢাকা।
০৫. সাউথইস্ট ব্যাংক লিঃ, কাওরান বাজার শাখা, ঢাকা।
০৬. সোস্যাল ইসলামী ব্যাংক লিঃ, বসুন্ধরা সিটি (পান্থপথ) শাখা, ঢাকা।
০৭. উত্তরা ব্যাংক লিঃ, চকবাজার শাখা, ঢাকা।
০৮. সোনালী ব্যাংক লিঃ, রমনা কর্পোরেট শাখা, ঢাকা।
০৯. ঢাকা ব্যাংক লিঃ, উত্তরা শাখা, ঢাকা।
১০. আইএফআইসি ব্যাংক লিঃ, গুলশান শাখা, ঢাকা।
১১. রূপালী ব্যাংক লিঃ, মহাখালী শাখা, ঢাকা।
১২. ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিঃ, মোহাম্মদপুর শাখা, ঢাকা।
১৩. জনতা ব্যাংক লিঃ, রাজারবাগ শাখা, ঢাকা।
১৪. পূবালী ব্যাংক লিঃ, সদরঘাট শাখা, ঢাকা।
১৫. শাহজালাল ইসলামী ব্যাংক লিঃ, মালিবাগ শাখা, ঢাকা।
১৬. ওয়ান ব্যাংক লিঃ, বাসাবো শাখা, ঢাকা।
১৭. ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ, শ্যামলী শাখা, ঢাকা।
১৮. ডাচ-বাংলা ব্যাংক লিঃ, এসএমই এন্ড এগ্রিকালচার শাখা, দক্ষিণখান, ঢাকা।
১৯. মার্কেন্টাইল ব্যাংক লিঃ, বনানী শাখা, ঢাকা।
২০. ব্যাংক এশিয়া লিঃ, ধানমন্ডি শাখা, ঢাকা।

সর্বশেষ গত ঈদ-উল-আযহার সময়ে কেন্দ্রীয় ব্যাংক ৩০ হাজার কোটি টাকার নতুন নোট বাজারে ছেড়েছিল। চাহিদা বেশি থাকায় শেষের দিকে দশ টাকার নতুন নোটের সংকটে পড়েছিল। কিন্তু তখনও ফুটপাতে ঠিকই চড়া দামে মিলেছিল দশ টাকার নোট।