ঈদে বঙ্গবন্ধু সেতুর টোল আদায়ে এযাবৎকালের রেকর্ড
এবার ঈদে বঙ্গবন্ধু সেতু দিয়ে যানবাহনের চাপ বাড়ার কারণে রেকর্ড পরিমাণ টোল আদায় হয়েছে।
বঙ্গবন্ধু সেতুর নির্বাহী প্রকৌশলী আহসান মাসুদ বাপ্পী জানান, বুধবার রাত ১২টা থেকে বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত সময়ে এ যাবৎকালের রেকর্ড ৩ কোটি ৩৪ লাখ ৭ হাজার ৭০০ টাকা টোল আদায় হয়েছে।
এর আগে গত ঈদুল ফিতরের সময় এক দিনে সর্বোচ্চ ৩ কোটি ১৮ লাখ ৮০ হাজার টাকা টোল আদায়ের রেকর্ড হয়েছিল বলে তিনি জানান।
আহসান মাসুদ বাপ্পী সাংবাদিকদের জানান, বুধবার রাত ১২টা থেকে বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত সময়ে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী পরিবহনের সংখ্যা ছিল ২৫ হাজার ১১৩। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৭৩ লাখ ৮৯ হাজার ৯০০ টাকা।
আর উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী পরিবহনের সংখ্যা ছিল ১৮ হাজার ৪৮২। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৬০ লাখ ১৭ হাজার ৮০০ টাকা।
তিনি বলেন, শুক্রবার সেতু দিয়ে ট্রাক, পিকআপভ্যান, প্রাইভেটকার, মাইক্রোবাস, মোটরসাইকেলসহ বিভিন্ন ব্যক্তিগত যানবাহন ছাড়াও বিপুল সংখ্যক যাত্রীবাহী বাস পারাপার হয়েছে, যা স্বাভাবিক সময়ের দ্বিগুণ।
বৃহস্পতিবার রাত ১২টা থেকে শুক্রবার বিকেল ৩টা পর্যন্ত সেতু দিয়ে ২৭ হাজার ২৭৭টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে ঢাকা থেকে উত্তরের পথে ১৯ হাজার ৩৩৬ এবং উত্তরাঞ্চল থেকে ঢাকার পথে পারাপার হয়েছে ৭ হাজার ৯৪১টি যানবাহন।
জানাযায়, টোল আদায়ের জন্য সেতুর দুই প্রান্তে ৯টি করে মোট ১৮টি টোল বক্স স্থাপন করা হয়েছে। এছাড়াও মোটরসাইকেলের জন্য আলাদা দুইটি টোল বক্স চালু রয়েছে
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন