ঈদে মাইটিভিতে পরাজিত রাজা হিরো আলম
প্রতিবারের মতো এবারও বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন মাইটিভি ৭ দিনব্যাপী ঈদ আয়োজন করেছে। এই আয়োজনে চমক হিসেবে থাকছে হিরো আলমের ‘রাজমহল।’ জানা গেছে জনপ্রিয় পুরনো গানের সমন্বয়ে চমৎকার এই অনুষ্ঠানটি সাজানো হয়েছে। অনুষ্ঠানের চিত্রনাট্য ও প্রযোজনা করছেন রণবীর কুমার পাল।
রণবীর কালের কণ্ঠকে বলেন, অনুষ্ঠানে হিরো আলমকে পরাজিত রাজা হিসেবে দেখা যাবে। যে পরাজিত হয়ে অন্য রাজ্যে আশ্রয় নেয়, এবং টিকে থাকার চেষ্টা করে।
কে এই হিরো আলম
তিনি বলেন, মূলত এটি একটি গানের অনুষ্ঠান, এরইমাঝে কমেডি অংশ রয়েছে। গান ও কথামালার সমন্বয়ে অনুষ্ঠানটি নির্মাণ করা হয়েছে।
হিরো আলম হিসেবে পরিচিত আশরাফুল আলম বলেন, এই প্রথম বড় একটি টেলিভিশন অনুষ্ঠান করতে যাচ্ছি। আমাকে একজন রাজা হিসেবে দেখা যাবে। যে রাজা পরাজিত হয়ে অন্য রাজ্যে আশ্রয় নেয়।
ঈদ অনুষ্ঠান মালার ৭ দিনবের প্রতিদিন সন্ধ্যা ৬ টা ১০ মিনিটে এই অনুষ্ঠান প্রচারিত হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন