উড্ডয়নের ২০ মিনিট পরই বিমানের জরুরি অবতরণ

উড্ডয়নের (টেক অফ) ২০ মিনিট পরই কলকাতাগামী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট (বিজি ১৯১) জরুরি অবতরণ করেছে। মঙ্গলবার বেলা ১০টা ৫০ মিনিটের দিকে বিমানটি চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, যান্ত্রিক গোলযোগের কারণে উড্ডয়নের পর বিমানটি পুনারায় চট্টগ্রামে ফিরে আসে।

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক সারওয়ার ই-জামান জানান, বাংলাদেশ বিমানের ড্যাশ-৮ উড়োজাহাজটি কলকাতার উদ্দেশে সকাল ১০টা ৩০ মিনিটে উড্ডয়ন করে। এরপর বেলা ১০টা ৪০ মিনিটে এতে প্রেসারাইজেশন সমস্যা ধরা পড়ে।

তিনি জানান, এই সমস্যার কারণে উড়োজাহাজ বেশি উঁচুতে উঠতে পারে না। ফলে জরুরি ভিত্তিতে ১০টা ৫০ মিনিটে এটি শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

সন্ধ্যা ছয়টা নাগাদ ফ্লাইটটি আবার কলকাতার উদ্দেশে চট্টগ্রাম ছেড়ে যাবে বলেও জানান সারওয়ার ই-জামান।

বিমানের ভারপ্রাপ্ত এমডি ক্যাপটেন ফারহাদ জামিল বলেন, ‘কলকাতার উদ্দেশে রওনা হওয়ার পর যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। পরে বিমানটি চট্টগ্রামে ফিরে আসে।’