ভাইস চেয়ারম্যান পদে ৪, এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩

উপজেলা পরিষদ নির্বাচনে দিনাজপুরের বীরগঞ্জে চেয়ারম্যান পদে ৬জন

ষষ্ঠ উপজেলা পরিষদের সাধারণ নির্বাচনে দ্বিতীয় ধাপের নির্বাচনী তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ২১ এপ্রিল।

মনোনয়ন বাছাই ২৩ এপ্রিল। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ৩০ এপ্রিল। আগামী ২১ মে এ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন রবিবার বীরগঞ্জ উপজেলায় চেয়ারম্যান প্রার্থী হিসেবে ৬জন মনোনয়ন দাখিল করেন। ভাইস চেয়ারম্যান পদে ৪জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

চেয়ারম্যান পদে দিনাজপুর জেলা আওয়ামীলীগের উপদেষ্টা উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও দিনাজপুর জেলা আওয়ামীলীগের নির্বাহী কমিটির সদস্য আবু হুসাইন বিপু, উপজেলা আওয়ামীলীগের সাবেক কোষাধ্যক্ষ মোঃ মনোয়ার হোসেন।

উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ ওয়াহেদুজ্জামান, দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা মোঃ রেজওয়ানুল ইসলাম (রিজু), শতগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কে.এম কুতুব উদ্দিন মনোনয়নপত্র দাখিল করেছেন।

ভাইস-চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান মোঃ মোনায়েম খান, পরিমল কুমার রায়, মেঃ রশিদুল ইসলাম, বীরগঞ্জ পৌর যুবদলের যুগ্ন আহবায়ক মোঃ মামুনুর রহমান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আয়শা আক্তার বৃষ্টি, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ শাহানাজ পারভীন, অনিতা রায়।

এ বিষয়ে উপজেলা চেয়ারম্যান প্রার্থী দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা মোঃ রেজওয়ানুল ইসলাম (রিজু) জানান, আমি মনোনায়ন পত্র দাখিল করেছি। যদিও আমার দল নির্বাচন করছেনা। তারপরও আমি উপজেলা নির্বাচনে অংশ গ্রহন করার সিদ্ধান্ত নিয়েছি।

এ বিষয়ে উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী বীরগঞ্জ পৌর যুবদলের যুগ্ন আহবায়ক মোঃ মামুনুর রহমান জানান, বিএনপি যদিও নির্বাচনে যাচ্ছেনা তবুও আমি শ্রমিকের ব্যানারে বীরগঞ্জ স্টান্ড কমিটির সহ সাধারন সম্পাদক হিসাবে শ্রমিকের পক্ষে নির্বাচন করবো।

উপজেলা নির্বাচনে বিএনপির প্রার্থীর বিষয়ে বীরগঞ্জ উপজেলা বিএনপির সাধারন সম্পাদক জাকির হোসেন ধলু জানান, বিএনপি কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক উপজেলা নির্বাচনে অংশ গ্রহন করবেনা, যদি কেউ দলীয় সিদ্ধান্তের বাইরে যায় তাহলে দল সাংগঠনিক ভাবে ব্যবস্থা নিবে।

উপজেলা নির্বাচন অফিসার আঁখি সরকার জানান, উপজেলার ১১টি ইউনিয়ন এবং ১টি পৌর সভায় মোট ভোটারের সংখ্যা ২৬৫৫৩৫জন। এদের মধ্যে পুরুষ ভোটার ১৩৩৬৭৫জন এবং মহিলা ভোটার ১৩৮৮৫৯জন।