উপযুক্ত কারণ ছাড়াই বাদ হিমি!
বিয়ের খবর গোপন করার অভিযোগে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ জান্নাতুল নাঈম এভ্রিলের বিজয়ী খেতাব বাতিলের দিনে দ্বিতীয় রানার আপ জান্নাতুল সুমাইয়া হিমিকেও প্রতিযোগিতা থেকে বাদ দেওয়া হয়েছে। কোন উপযুক্ত কারণ ছাড়া বাদ দেওয়া হয়েছে এমন অভিযোগ করেছেন হিমি নিজেই।
বুধবার (৪ অক্টোবর) রাজধানীর হোটেল ওয়েস্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিযোগিতার রায় পুনর্মূল্যায়নের পর তাদেরকে বাদ দিয়ে নতুন ফলাফল ঘোষণা করেন আয়োজকরা।
নতুন ঘোষিত রায়ে চ্যাম্পিয়ন হিসেবে জেসিয়া ইসলামকে মুকুট পরিয়ে দেওয়া হয়। প্রথম রানারআপ হিসেবে ফাতেমা তুজ জাহরা ও দ্বিতীয় রানারআপ হিসেবে চমক ও সঞ্চিতার নাম ঘোষণা করা হয়। রায়ের সেরা দশের তালিকায়ও ছিল না হিমির নাম।
এর আগে ২৯ সেপ্টেম্বর প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হিসেবে জান্নাতুল নাঈম এভ্রিল, প্রথম রানার আপ জেসিয়া ইসলাম ও দ্বিতীয় রানারআপ হিসেবে জান্নাতুল সুমাইয়া হিমির নাম ঘোষণা করা হয়েছিল।
বিয়ের খবর গোপন করায় গণমাধ্যমে সমালোচিত হয়েছিলেন এভ্রিল। তাকে ঘিরে তৈরি হওয়া সমালোচনার মুখে রায় পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত নেয় আয়োজকরা।
নতুন রায়ে এভ্রিলকে বাদ দেওয়ার কারণটি স্পষ্ট হলেও হিমিকে বাদ দেওয়ার কারণ ধোঁয়াশাই রয়ে গেল। পুনর্মূল্যায়নের ক্ষেত্রে হিমিকে বাদ দিয়ে বাকি নয়জনের নম্বরপত্র মূল্যায়ণ করে ফলাফল ঘোষণা করা হয়েছে।
আয়োজকরা জানিয়েছে, অনুষ্ঠানে যারা উপস্থিত আছেন শুধুমাত্র তাদের নম্বরপত্রই মূল্যায়ণ করা হয়েছে। হিমি অনুষ্ঠানে অনুপস্থিত থাকায় তাকে রাখা হয়নি।
আয়োজকদের এমন বক্তব্যে হিমি বলেন, ‘আগের অনুষ্ঠানেই আমার সঙ্গে অবিচার করা হয়েছে। এই অনুষ্ঠানেও তেমনটাই করা হবে, সেটা আগেই ভেবেছিলাম। যাইনি বলে বাদ দেওয়া হয়েছে এটা হাস্যকর অজুহাত। কারণ আমাদের মূল্যায়ণ হয়েছে গ্রান্ড ফিনালেতে আমাদের পারফর্মেন্সের উপর।
ফলে আজকে উপস্থিত থাকাটা খুব জরুরি ছিল না। এই সিদ্ধান্ত আয়োজকদের মনগড়া। এদের কোনো টাইটেল আমি চাই না। প্রথম অনুষ্ঠানেই সুষ্ঠু বিচার হয়নি। যেখানে আমাকে মূল্যায়ণ করা হয়নি সেখানে অবশ্যই থাকব না। এখানে ন্যায়বিচারের আশাও করিনি।’
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের ফল ঘোষণায় প্রথমে চ্যাম্পিয়ন হিসেবে হিমির নামই ঘোষণা করা হয়েছিল, যা ভুলবশত হয়েছিল বলে দাবি করেছিলেন আয়োজকরা। তারপর থেকেই প্রতিযোগিতার রায় ঘোষণায় অবিচার করা হয়েছে অভিযোগ করে ন্যায়বিচার চেয়েছিলেন হিমি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন