একটি অনবদ্য কাব্য সুরমা নদীর দস্তখত
কবি সরোজ মোস্তফা রচিত সুরমা নদীর দস্তখত কাব্যগ্রন্থটি এখন যেকোন বইয়ের দোকানে পাওয়া যাচ্ছে।
সংস্কৃতি চর্চার চারণভূমি নেত্রকোণার কৃতি সন্তান কবি সরোজ মোস্তফা শিক্ষকতা করেন নেত্রকোণা সরকারী কলেজে।
বাংলা বিভাগের শিক্ষক। চাকুরী সুবাদে তিনি একসময় সুনামগঞ্জে ছিলেন, সেখানে সুরমা নদীর সাথে তার প্রেম আর আজও ভুলতে পারেননি বলে তিনি লিখলেন সুরমা নদীর দস্তখত।
বিগত বইমেলায় চৈতন্য প্রকাশনায় প্রকাশিত হয়েছে সুরমা নদীর দস্তখত। বইটিতে ৫০টি কবিতা রয়েছে যা প্রেম, বিরহ, বেদনা, জীবন ও জীবীকার কথা বলে।
বইটির প্রচ্ছদ করেছেন শিল্পী রাজীব দত্ত।
সরোজ মোস্তফার সাহিত্যকর্মের মধ্যে রয়েছে সকাল-সন্ধ্যার বেজতলা, কাগজে সমুদ্র লিখি, হলুদ খামের হিমঘর এবং লাল রক্তের ব্রহ্মাংশ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন