একদিকে ধানের শীষের ভোট চাইবো, অন্যদিকে মনোনয়ন পরিবর্তন চাইবো

‘একদিকে ধানের শীষের ভোট চাইবো, অন্যদিকে মনোনয়ন পরিবর্তন চাইবো’- জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি থেকে এমন মন্তব্য করেছেন উপজেলা বিএনপি’র আহবায়ক ও ১৪৭, ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত আহাম্মদ তায়েবুর রহমান হিরণ।

তিনি আরও বলেন, আমরা দলের বিদ্রোহী হতে চাই না, আমরা দলের পক্ষে থাকতে চাই। আমরা ধানের শীষের নির্বাচন করতে চাই। আমরা অবশ্যই ধানের শীষের নির্বাচন করবো। আমরা সেটি করবো আমাদের মনোনয়ন বদলিয়ে। আমরা একদিকে ধানের শীষের ভোট চাইবো, অন্যদিকে মনোনয়নের পরিবর্তন চাইবো।

দলের বিধি-বিধান মেনে দাবি-দাওয়া করি, তাতেও যদি দল ভুল বুঝে তাহলে জনগণ আপনারা সকলেই মিলে সিদ্ধান্ত নিবেন তখন আমি কী করবো ? আপনাদের নিয়ে আমি সেটাই করবো কিন্তু কথা একটাই সারা জীবন ধানের শীষের পক্ষে ভোট দিয়েছি, সারা জীবন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের আদর্শ ও নেতৃত্বকে মেনে রাজনীতি করেছি। এর বাইরে কিছু করার অভ্যাস নাই।

তিনি আরও বলেন, আল্লাহর কাছে সবাই প্রার্থনা করবেন যেহেতু সুযোগ কেন্দ্রীয় কমিটি দিয়ে রেখেছে, পরিবর্তনের আশা দিয়েছেন, পরিবর্তন হতে পারে বলেছেন শরিক দল বা নিজ দলের ভেতর। তাদের সেই কথা মেনে যদি আন্দোলন করি, তা যদি দল ভুল বুঝে তাহলে আমরা আর কি করবো দলের জন্য। তাদের কথামতো আমরা মনোনয়ন পরিবর্তনের জন্য সংগ্রাম করতেই পারি, আন্দোলন করতেই পারি।

শুক্রবার (৭ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা ও পৌর বিএনপি’র আয়োজনে পৌর শহরের ধানমহালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এর আগে বিকেল থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গ-সহযোগি সংগঠনের নেতাকর্মীরা মিছিলসহকারে সমাবেশ যোগ দেন।

সমাবেশে সভাপতিত্ব করেন করেন উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক আব্দুল আজিজ মন্ডল।

গৌরীপুর পৌর বিএনপি’র যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান পলাশের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন পৌর বিএনপি’র সদস্য সচিব সুজিত কুমার দাস।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক তাজুল ইসলাম খোকন, মোঃ শাহাজাহান সিরাজ, ইউপি চেয়ারম্যান জায়েদুর রহমান, উপজেলা বিএনপির সদস্য আব্দুল মান্নান তালুকদার, এখলাছুর রহমান কিরণ, মঞ্জুরুল হক মঞ্জু, ভাংনামারী ইউনিয়ন বিএনপির সভাপতি এডভোকেট আব্দুল মান্নান।

ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সদস্য মোঃ জিয়াউর রহমান জিয়া, ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি আনোয়ার হোসেন শুপ্লব, উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক মোঃ শাহজাহান আকন্দ সুমন, উপজেলা ছাত্রদলের আহবায়ক জোনায়েদ খান পাঠান সাব্বির, যুগ্ম আহবায়ক কামরুল ইসলাম পিয়াস ও জুলাইযোদ্ধা সৌরভ হাসান প্রমুখ।