এক আর্জেন্টিনা ভক্তের কাণ্ড
রাজধানীর গুলিস্তান দিয়ে যাওয়ার সময় চোখে পড়ে একটি রিকশায় আর্জেন্টিনার পতাকা শোভা পাচ্ছে। সামনের হ্যান্ডেলে রাখা আছে একটি ফুটবল। সামনে মেসির ছবি। হুডের পেছনে আর্জেন্টিনার পতাকার পাশাপাশি শোভা পাচ্ছিল বাংলাদেশের পতাকাও।
জানতে চাইলে রিকশা চালক বলেন, তার নাম সাইদুল ওরফে আর্জেন্টিনা। আর্জেন্টিনা মানুষের নাম হয়? প্রশ্ন করলে তিনি হাসি মাখা মুখে বলেন, আমি ছোট বেলা থেকে আর্জেন্টিনার ভক্ত। আর্জেন্টিনা ছাড়া আমি কিছু বুঝি না।
আপনি যে এভাবে রিকশায় আর্জেন্টিনার পতাকা রেখেছেন তা হলে অন্য দেশের সমর্থনকারী যাত্রীরা তো আপনার রিকশায় নাও উঠতে পারে তা হলে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, না উঠলে নাই। এইসব পরোয়া করি না।
রিকশা চালক সাইদুল জানালেন তার বাড়ি জামালপুরে। দীর্ঘদিন ধরে ঢাকায় রিকশা চালান। প্রতিবার বিশ্বকাপের সময় তিনি আর্জেন্টিনার পতাকা লাগান তার রিকশায়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন