এক কেজি ডিমের দাম ৭০ টাকা!
কখনো শুনেছেন ডিম কেজি হিসেবে বিক্রি হয়? অবিশ্বাস্য হলেও সত্যি পাবনার ঈশ্বরদীতে এবার কেজি দরে বিক্রি হচ্ছে ডিম। ঈশ্বরদীর বিভিন্ন এলাকার ডিমের আড়তদার ও পোল্ট্রি খামারিরা এ তথ্য নিশ্চিত করেছেন। তারা জানান, ডিমের দাম অস্বাভাবিক ভাবে কমে যাওয়ায় তারা অনেকটা বাধ্য হয়ে হালিতে বিক্রি না করে দাড়ি পাল্লায় ওজন করে কেজি দরে বিক্রি করছেন।
ব্যবসায়ীরা জানান, প্রতি কেজিতে ১৪-১৫ পিস ডিম হয়। এক কেজি ডিমের দাম ৭০ টাকা। এ হিসেবে এখন ঈশ্বরদীতে প্রতিটি ডিম বিক্রি হচ্ছে ৪ টাকা ৭০ পয়সা দরে।
ঈশ্বরদীর মাড়মি এলাকার কয়েকজন পোল্ট্রি খামারি জানান, প্রাণ নামের একটি প্রতিষ্ঠান প্রতিদিন এই এলাকার ডিম আড়তদারদের কাছ থেকে কেজি দরে ডিম কিনে ট্রাক ভর্তি করে নিয়ে যাচ্ছে। টেবুনিয়ার ডিম আড়তদার আশরাফ আলী জানান, ডিমের দাম কমে যাওয়ায় তারা এখন কেজি দরে বিক্রি করছেন।
জানা গেছে, ডিমের দাম কমে যাওয়ায় এই এলাকার পোল্ট্রি শিল্পে ধ্বস নেমেছে। খামারে খামারে পোল্ট্রি ব্যবসায়ীরা প্রতিদিন লোকসান গুণছেন। অনেকে লোকসান গুণতে গুণতে পোল্ট্রি ব্যবসা পরিবর্তন করার চিন্তা করছেন বলে জানান খামারিরা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন