এক থালা আমড়া, সঙ্গে অনেক স্বপ্ন ভেসে গেল মেঘনার পানিতে
থালায় শুধুমাত্র আমড়া কিংবা লবণ-মরিচ না; ছিল একথালা স্বপ্ন ছিলো। একটি পরিবারের একদিনের আহার ছিলো। ঈদের আগের রাতে হকার্স মার্কেট থেকে মেয়ের জন্যে লাল জামা আর ছেলের জন্যে কম দামের পাঞ্জাবি কেনার টাকা ছিলো। এই একথালা আমড়ায় হয়তো তার স্ত্রী অথবা মায়ের জন্যে ঔষধ কেনার টাকা ছিলো। পরের দিন হয়তো আবার বাজার থেকে আমড়া কেনার মূল চালান ছিলো।
এই একথালা আমড়ায় গরিব লোকটার কপাল বেয়ে ঝরে পড়া ঘাম ছিলো। হয়তো দু’চোখের জলও ছিলো। চাঁদপুর নৌ-টার্মিনালের লঞ্চঘাটে অবৈধভাবে থালা মাথায় আমড়া বিক্রির অপরাধে তাকে বড়জোড় কান ধরে উঠবস করতেন. না হয়, একঘন্টা আটক রাখতেন। তাই বলে তার জীবন-জীবিকার একমাত্র অবলম্বনটা পানিতে ফেলে দিবেন??
চাঁদপুর লঞ্চঘাটে কতোগুলো অবৈধ স্থাপনা, হোটেল আর ব্যবসা প্রতিষ্ঠান আছে? নিশ্চয়ই জানেন আপনি। পারবেন? ঠিক এইভাবে সেগুলো নদীতে ফেলে দিতে???
হে রাষ্ট্র!
এই গরীব মানুষগুলো তোমার কাছে যদি এতোটাই বোঝা হয়ে থাকে, তবে তাদেরকে ধরে ধরে নদীতে ফেলে দিও।
প্লিজ, তবুও তাদের স্বপ্নগুলো এইভাবে নদীতে ফেলে দিও না।
রানা রহমান, ফেসবুক থেকে
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন