এতো কম বয়সী যুবককে বিয়ে করছেন সুস্মিতা!
সুস্মিতা সেন। ৪৩-এ এখনও তিনি যেনো তরুণী। চুটিয়ে প্রেম করছেন এখনও। ২৮ বছর বয়সী যুবকের সঙ্গে রোমান্স চলছে তার। রহমান শল নামের এই যুবকের প্রেমে হাবুডুবু খাচ্ছেন অভিনেত্রী। এবার গুঞ্জন শোনা যাচ্ছে চলতি বছরের শেষেই নাকি বিয়ে করতে যাচ্ছেন দুজন।
‘ভোগ’ ম্যাগাজিনে প্রকাশিত খবর অনুযায়ী, নভেম্বর বা ডিসেম্বরেই বিয়েটা সেরে ফেলবেন সুস্মিতা-রহমান। ইতোমধ্যে সুস্মিতাকে বিয়ের প্রস্তাবও দিয়েছেন রহমান। সুস্মিতাও রাজি হয়েছেন।
সুস্মিতা ও রহমানের পরিচয় প্রসঙ্গে অভিনেত্রী জানান, সোশ্যাল মিডিয়ায় অচেনা ব্যক্তিদের মেসেজ পড়ার একেবারেই পক্ষপাতী নন তিনি। ফলে জমা হয়েছিল প্রচুর মেসেজ। একদিন হঠাৎই সেগুলো খুলে দেখতে শুরু করেন সুস্মিতা। এভাবেই অন্যমনস্ক হয়ে তিনি খুলে ফেলেন রহমানের মেসেজ। সেই থেকে শুরু কথা। তারপর প্রেম।
এখন প্রায়ই সুস্মিতা ও রোহমানকে একসঙ্গে দেখা যায়। সুস্মিতার দুই মেয়ে আলিশা ও রিনির সঙ্গেও বেশ ভাল সম্পর্ক রহমানের।
যদিও সুস্মিতা-রোহমানের বিয়ে নিয়ে গুঞ্জন নতুন কিছু নয়। এর আগেও শোনা গিয়েছিল ২০১৯-এ বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তারা। কিন্তু তখন এ খবর গুজব বলে উড়িয়ে দিয়েছিলেন সুস্মিতা।
এখন অপেক্ষা ছাড়া কিছুই করার নেই ভক্তদের। কারণ কেউ ই এনিয়ে মুখ খুলছেন না।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন