এবার ইউক্রেনে ঝাঁপিয়ে পড়ছে বেলারুশের সেনারা!

রাশিয়াকে সহায়তা করার জন্য ইউক্রেনে নিজস্ব সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে বেলারুশ। এর আগে রুশ সেনাদের সঙ্গে বেলারুশের সেনা যোগের খবর পাওয়া গিয়েছিল।

নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট বলছে, বেলারুশ ইউক্রেনে সেনা মোতায়েনের জন্য প্রস্তুতি নিচ্ছে। সোমবার (২৮ ফেব্রুয়ারি) থেকে তা শুরু হতে পারে।

এ খবর নিশ্চিত হতে ব্রিটিশ সংবাদ বিবিসি হোয়াইট হাউস ও পেন্টাগনকে ইমেল করেছে।

এদিকে, কিয়েভ একাধিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, বেলারুশিয়ান প্যারাশুট বাহিনীযুক্ত সেনা মোতায়েন করা হতে পারে।

তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো তাকে একটি ফোন কলে প্রতিশ্রুতি দিয়েছেন, ইউক্রেনে তারা সেনা পাঠাবে না।

রাশিয়ার দীর্ঘদিনের মিত্র বেলারুশের উত্তরে ইউক্রেনের সীমান্ত রয়েছে। এর স্বৈরাচারী সরকার রোববার রাশিয়াকে সামরিক অস্ত্র ফেলে পারমাণবিক অস্ত্র ব্যবহারে উৎসাহিত করেছে।

এদিকে ইউক্রেনে রাশিয়ার হামলা নিয়ে পশ্চিমা শক্তিগুলো নিষেধাজ্ঞা ও নিন্দা জানিয়ে আসছে। তবে বাইডেন প্রশাসন স্পষ্ট করে জানিয়েছে, তারা ইউক্রেন-রাশিয়া সংঘাতে কিছুতেই যুদ্ধে জড়াবে না। ইউক্রেনে কোনো সেনাও পাঠাবে না।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সোমবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ইউক্রেনের পরিস্থিতি ও প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করতে মার্কিন মিত্রদের সঙ্গে ফোনালাপ করবেন বলে জানিয়েছে হোয়াইট হাউস।

গত বৃহস্পতিবার প্রেসিডেন্ট পুতিনের নির্দেশে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ সৈন্যরা। রাশিয়ার চার দিনের হামলায় ইউক্রেনের ৩৫২ জনের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে দেশটির সরকার জানিয়েছে। অন্যদিকে চার হাজার ৩০০ রুশ সেনা নিহত হওয়ার দাবি করেছে ইউক্রেনের কর্তৃপক্ষ।