এবার কুমারী পূজা হবে না ঢাকায়

মহামারি করোনাভাইরাসের কারণে সারা দেশে এবার দুর্গাপূজা পালন করা হবে সীমিত পরিসরে। প্রতিবারের মতো মন্দিরে আলোকসজ্জা, বিশেষ সাজসজ্জা, মেলা, আরতি প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হবে না। মন্দিরে রাত নয়টার মধ্যে বন্ধ হবে পূজার সকল কার্যক্রম। এ ছাড়া রাজধানীর কোনো মণ্ডপে কুমারীপূজাও অনুষ্ঠিত হবে না।

শনিবার রাজধানীতে ঢাকেশ্বরী মন্দির প্রাঙ্গণে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতারা। তারা বলেন, স্বাস্থ্যবিধি মেনে খুবই অল্প পরিসরে এবার পূজা উদযাপন করা হবে।

অনুষ্ঠানে লিখিত বক্তব্য পাঠ করেন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জী। এ সময় পরিষদের সভাপতি মিলন কান্তি দত্ত জানান, সারা দেশে এবার দুর্গাপূজায় কোনো উৎসব হবে না। সীমিত পরিসরে হবে পূজার কার্যক্রম। জনসমাগম পরিহার করতে প্রসাদ বিতরণও করা হবে না। এছাড়া হবে না বিজয়ার শোভাযাত্রা। পূজায় করোনাভাইরাস থেকে পরিত্রাণ পেতে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।