এবার নেপালের জন্য আম উপহার পাঠালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নেপালের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নেতাদের উপহার হিসেবে হাঁড়িভাঙা আম পাঠালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (৫ জুন) সন্ধ্যায় রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ভিভিআইপি উপহার সামগ্রী হিসেবে ১ হাজার কেজি আম (১০০ কার্টুন) পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে পাঠানো হয়।

বিকালে বাংলাবান্ধা স্থলবন্দরের ও কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে ভারত-বাংলাদেশ জিরো পয়েন্ট দিয়ে ভারতের ফুলবাড়ী স্থলবন্দর হয়ে যাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই উপহার সামগ্রীর মৌসুমি আম।

এ সময় উপস্থিত ছিলেন অ্যাডিশনাল এসপি রাকিবুল হাসান (সদর সার্কেল), রাজস্ব কর্মকর্তা রতন কুমার শীল, ইমিগ্রেশন ওসি নজরুল ইসলাম, মডেল থানার ওসি (তদন্ত) বেনজির আহম্মেদ, বাংলাবান্ধা স্থলবন্দর ব্যবস্থাপক এ কে এম আজাদ, ইন্সপেক্টর সারোওয়ার আলম ও বিজিবি ক্যাম্প কমান্ডার ওয়াহিদুল হকসহ স্থলবন্দরের অন্য কর্মকর্তা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার খুব প্রিয় হাঁড়িভাঙা আম। উত্তরবঙ্গের প্রসিদ্ধ এ আম। প্রধানমন্ত্রী শুভেচ্ছা হিসেবে প্রতিবেশী বন্ধু দেশ নেপালে এই আম পাঠালেন।