এবার রাশিয়ায় কাজ স্থগিত করল সিএনএন-ব্লুমবার্গ
ইউক্রেনে রাশিয়ার হামলা সংক্রান্ত ‘ভুয়া খবর’ ছড়ালে ১৫ বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রেখে একটি আইনে স্বাক্ষর করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
এরপর রাশিয়ার অভ্যন্তরে সাংবাদিকদের কাজ সাময়িকভাবে স্থগিত করেছে ব্লুমবার্গ ও সিএনএন। রাশিয়ার নতুন আইনের কথা উল্লেখ করে ব্লুমবার্গ জানায়, ইচ্ছাকৃতভাবে ‘ভুয়া’ খবর ছড়ানোর অভিযোগ এনে কারাদণ্ড দেওয়া হতে পারে।
এক বিবৃতিতে ব্লুমবার্গের এডিটর ইন চিফ জন মিকলেটউইট বলেন, ফৌজদারি আইনের সংশোধনী, যা শুধু একীভূতকরণের মাধ্যমে যেকোনো স্বাধীন সাংবাদিককে অপরাধী করতে চায়। সে দেশের মধ্যে যেকোনো ধরনের স্বাভাবিক সাংবাদিকতা বজায় রাখা অসম্ভব হয়ে গেছে।
শুক্রবার সিএনএনের একজন মুখপাত্র বলেছেন, রাশিয়ায় সম্প্রচার বন্ধ করে দেওয়া হবে। আমরা পরিস্থিতি মূল্যায়ন করছি এবং আমাদের পরবর্তী পদক্ষেপের দিকে এগিয়ে যাচ্ছি।
এর আগে শুক্রবার সকালে রাশিয়ায় কার্যক্রম স্থগিত করে বিবিসি। এ ছাড়া এবিসি, সিবিএস নিউজ, রেডিও কানাডাও দেশটিতে কার্যক্রম স্থগিত করেছে।
সূত্র : নিউইয়র্ক টাইমস, আল-জাজিরা
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন