এশিয়ান গেমস বাছাই হকির ফাইনালে বাংলাদেশ
এশিয়ান গেমস বাছাই হকির ফাইনালে উঠেছে বাংলাদেশ। বৃহস্পতিবার ওমানে অনুষ্ঠিত সেমিফাইনালে বাংলাদেশ দু’দুবার পিছিয়ে পড়েও ৩-২ ব্যবধানে হারিয়েছে শ্রীলংকাকে। বাংলাদেশ গোল তিনটি করেছে শেষ ২১ মিনিটে।
৩৪ মিনিটে সুধা সিংহের গোলে এগিয়ে যায় শ্রীলংকা। ৪৯ মিনিটে রোমান সরকারের ফিল্ডগোলে সমতায় ফেরে বাংলাদেশ। তবে মিনিট খানেক পরই আবার এগিয়ে যায় শ্রীলংকা রানা সিংহের গোলে।
৫২ মিনিটে আবার ম্যাচে ফেরে বাংলাদেশ। এবারও রোমান সরকার। পেনাল্টি কর্নার থেকে গোলে তিনি আশা জাগান লাল-সবুজ শিবিরে। ম্যাচ শেষ হওয়ার ২ মিনিট আগে বাংলাদেশের জয়সূচক গোলটি করেন মিলন হোসেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন